সোহিনী তো এখন তাঁর অতীত। যদিও কয়েকদিন আগেও অভিনেতা রণজয় বিষ্ণুর কথায় বারবার উঠে এসেছে তাঁর পুরনো প্রেমের কথা। সোহিনী সরকার যখন শোভনের সঙ্গে বিয়ের প্ল্যানিংয়ে ব্যস্ত, রণজয় কিন্তু তখনও পুরনো প্রেমের বিরহে কাতর। পুরনো প্রেমিকাকে না ভুলতে পারার মধ্যেও কানাঘুষো শোনা যাচ্ছে রণজয়ের নতুন প্রেমের গুঞ্জন।
শোনা যাচ্ছে, 'কোন গোপনে মন ভেসেছে' ধারাবাহিকের রাখি বোনের প্রেমে পড়েছেন রণজয়। যদিও রণজয়-মিশমি একথা মানতে নারাজ। তবে এবার মিশমিকে রিলের 'দাদাভাই'-এর প্রেমে পড়া নিয়ে মজা করতে ছাড়লেন না 'দিদি নম্বর ওয়ান' রচনা। হ্যাঁ, সম্প্রতি 'দিদি নম্বর ওয়ান'-এর মঞ্চে এসেছিলেন অভিনেত্রী মিশমি দাস। সেখানেই উঠে এল রণজয় প্রসঙ্গ।
ঠিক কী বলেছেন রচনা বন্দ্যোপাধ্যায়?
রচনা বলেন, ‘দাদা তো ফিট করে গেছে মনে হচ্ছে।’ উত্তরে হেসে ফেলে মিশমি বলেন, ‘আরে দাদা তো দাদাই। আসলে বিষয়টা এতটাই Funny, এমনকি সেটেও সবাই বলে মিশমির দাদাভাই।’ এমন কথা হেসে ফেলেন রচনা। পাশ থেকে অভিনেত্রী ঋ বলেন, 'এইরকমভাবে কিন্তু সম্পর্ক হয় জানো তো! এই রকমভাবেই দেখবে একদিন…'। তখন মিশমি বলেন, ‘রণদা কিন্তু এবার আমায় মারবে…। আমরা তো কথাই বলতে পারব না, বিষয়টা এত অস্বস্তিকর হয়ে যাচ্ছে।’ অর্থাৎ রণজয়ের সঙ্গে প্রেমের গুঞ্জনের কথা আদপে অস্বীকারই করতে চাইলেন মিশমি।
আরও পড়ুন-তুরস্ক ভ্রমণ! হট বেলুন রাইডে ক্যাপাডোসিয়া নৈগর্সিক সৌন্দর্য উপভোগে অনুপম সঙ্গী প্রশ্মিতা
তবে রচনা কিন্তু তবু মজা করতে ছাড়লেন না। বললেন, ‘মানে রাখি পরাতে পরাতে সিঁদুর পরিয়ে দেবে।’ একথায় উপস্থিত সকলেই তখন হো হো করে হেসে উঠলেন। রচনা ফের বলেন, ‘আমি খানিকটা এগিয়ে দিলাম, এবার তুই বল…’। মিশমি উত্তরে হাসতে হাসতে হাত জোর করে বলেন, ‘আমি আর কিছু বলব না।’ ফের রচনা বলেন, ‘এরপর মিশমিকে দিদি নম্বর ওয়ানে আসার জন্য ফোন করলে ও বলবে আর আসব না।’ মিশমি তখন ধারাবাহিকের গল্প প্রসঙ্গে বলেন, ‘আসলে সিরিয়ালের গল্পে আমরা ভীষণই ক্লোজ দুই ভাইবোন। একে অপরকে সবকথা বলে। এরপর শ্যুটিংয়ের সময় দাদাভাই বলব, আর রচনাদির কথা মনে পড়বে।’ এরপরই সহ অভিনেত্রী শ্রীতমা রায় চৌধুরী পাশ থেকে ফুট কেটে বলেন, ‘খুব শীঘ্রই রাখি পরানোর সিন আসবে তো আমাদের।’
যদিও এর আগে সহ অভিনেত্রী, পর্দার বোন মিশমি দাসের সঙ্গে প্রেমের গুঞ্জনের কথা অবশ্য সরাসরি অস্বীকার করেছিলেন অভিনেতা রণজয় বিষ্ণু।