করুণাময়ী রাণী রাসমণি দিয়ে অভিনয় জগতে পা রেখেছিলেন দিতিপ্রিয়া রায়। তখন বয়স খুবই অল্প। স্কুলে পড়তেন। তবে এখন ছোটপরদাকে টা টা বললেও চুটিয়ে কাজ করছেন বড় পরদায় আর ওটিটিতে। সোশ্যাল মি়ডিয়াতেও শেয়ার করে থাকেন নিত্যি, দেন নিজের আপডেট। আর সেখান থেকেই জানা গেল বাবার বিয়ের কথা শুনে মাথায় হাত পরেছে দিতিপ্রিয়ার।
ভিডিয়োতে দেখা যাচ্ছে সোফায় হেলান দিয়ে বসে ভিডিয়ো দেখছেন অভিনেত্রী। হঠাৎ সোজা হয়ে বসে বলে ওঠেন, ‘বাবার আবার বিয়ে?’ সঙ্গে হাত দেন মাথায়। তারপর বাবা, ও বাবা করতে করতে ছুটে যান অন্য আরেক ঘরে। আর গিয়ে দেখেন তাঁর বাবা নতুন বউয়ের সঙ্গে জমিয়ে নাচছেন। বাধা দিতে চাইলেও লাভ হয় ন। আর কী নিজেই নাচ শুরু দেন।
এই বাবা আর কেউ না, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আসলে আগামী শুক্রবারই ‘প্রসেনজিৎ ওয়েড ঋতুপর্ণা’ ছবির মুক্তি। আর জোর দিয়ে এই সিনেমার প্রচার চালাচ্ছেন বুম্বাদা। তার বিয়ের খবরে সরগরম বলিউড, যা আর কেউ নন ঋতুপর্ণা সেনগুপ্ত।
সম্রাট শর্মার ছবি ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’র ট্রেলারে দেখা যাচ্ছে-- ‘আমি প্রসেনজিৎকেই বিয়ে করব… বাড়িতে বউ আছে, ছেলে আছে’- বাবার সামনে জোর গলায় ঘোষণা ঋতুপর্ণার (ইপ্সিতা মুখোপাধ্যায়)। কিন্তু সম্মন্ধ করে শেষমেষ সেই অন্ধ প্রসেনজিৎ ভক্তর বিয়ে হয় অন্য প্রসেনজিৎ-এর (ঋষভ বসু) সঙ্গে। স্বপ্নের জগতেই বিচরণ করে ঋতুপর্ণা, স্বপ্ন যখন ভাঙে আর বিয়ের পিঁড়িতে হবু স্বামীর মুখোমুখি হয় তার সব স্বপ্ন ভেঙে খানখান হয়ে যায়। ছবি যৌথভাবে প্রযোজনা করেছেন প্রসেনজিৎ। এই ছবিতে তিনি ক্যামিও চরিত্রে অভিনয়ও করছেন। গেস্ট অ্যাপিয়ারেন্স রয়েছে ঋতুপর্ণারও।