আয়কর বিভাগের তরফে এদিন দক্ষিণের জনপ্রিয় প্রযোজকদের বাড়ি থেকে অফিস সহ বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়। গেম চেঞ্জার ছবির প্রযোজক দিল রাজু, পুষ্পা ২ ছবির প্রযোজকদের বিভিন্ন বাড়ি, অফিসে এদিন হানা দেওয়া হয়।
আরও পড়ুন: আততায়ী যখন সইফের বাড়ি ঢোকে তখন অঘোরে ঘুমাচ্ছিলেন নিরাপত্তা রক্ষীরা! তদন্তে আর কী উঠে এল?
আরও পড়ুন: অনির্বাণকে আউট করলেন সৃজিত? সত্যি বলে সত্যি কিছু নেই মুক্তির আগে কী ঘটে গেল অভিনেতা-পরিচালকের মধ্যে?
কী জানা গিয়েছে?
১২৩ তেলুগু ওয়েবসাইটের তরফে এদিন জানানো হয় মঙ্গলবার, ২১ জানুয়ারি এই রেইড শুরু হয়। প্রায় ৫৫টি টিম মিলে ৮ জায়গায় এদিন তল্লাশি চালায় যেখানে গেম চেঞ্জার ছবির প্রযোজক দিল রাজুর জুবিলি হিলস, বানজারা হিলসের বাড়ি থেকে অফিস সব আছে। এমনকি তাঁর ভাই শিরীষ এবং মেয়ে হংসিতা রেড্ডি সহ অন্যান্য আত্মীয়র বাড়িতেও হানা দিয়েছে আয়কর বিভাগ। চলেছে তল্লাশি।
প্রসঙ্গত দিল রাজু যে কেবলই ছবিতে বিনিয়োগ করেন সেটা নয়, তিনি রিয়েল এস্টেটের ব্যবসার সঙ্গেও যুক্ত। ফলে গোটা বিষয়টাই খতিয়ে, তদন্ত করে দেখা হচ্ছে।
শুধু দিল রাজু নন, এদিন আয়কর বিভাগের তরফে পুষ্পা ২ ছবির প্রযোজকদের বাড়ি এবং অফিসেও হানা দেওয়া হয়েছে। নবীন ইয়েরনেনি এবং রবি শঙ্কর অর্থাৎ যাঁরা মাইথেরি মুভি মেকার্স নামক ব্যানারের নামে কাজ করেন তাঁদের অফিস, বাড়িতে তদন্ত চালানো হয়েছে। এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, এই প্রযোজনা সংস্থার তরফে পুষ্পা ২ সহ একাধিক বিগ বাজেট ছবিতে বিনিয়োগ করা হয়েছে।
কিন্তু কেন এই প্রযোজকদের বাড়িতে হানা দিল আয়কর বিভাগ সেটা স্পষ্ট নয়। যদিও এটুকু বোঝ যাচ্ছে এইভাবে তল্লাশি চালানো হয়েছে যখন তখন হয়তো টলিউড ইন্ডাস্ট্রিতে আর্থিক তছরুপ বা আর্থিক গন্ডগোল কিছু ঘটেছে।
আরও পড়ুন: ১৫ কোটির দোরগোড়ায় ইমারজেন্সি, প্রথম মঙ্গলবার বক্স অফিসে কত আয় করল কঙ্গনার ছবি?
আরও পড়ুন: রুবেলের সিঁদুরে সীমন্তিনী হতেই ঝরঝর করে কেঁদে ফেলেন শ্বেতা! প্রকাশ্যে বিয়ের অদেখা মুহূর্ত
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, দিল রাজু কিন্তু je একজন প্রযোজক বা ব্লকবাস্টার বিভিন্ন ছবিতে বিনিয়োগ করে থাকেন সেটাই নয়, তিনি ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যানও বটে।