দিলীপ কুমারের ১০২ তম জন্মবার্ষিকী ১১ ডিসেম্বর। তাঁর জন্মবার্ষিকীতে অতীতের একটি ঘটনা না মনে করলেই নয়। একবার তিনি ইন্দিরা গান্ধীকে কড়া জবাব দিয়েছিলেন ভারতীয় ছবিকে কটাক্ষ করার জন্য। তাও ইন্দিরা গান্ধীর বাবা, তৎকালীন প্রধানমন্ত্রী নেহেরুর সামনেই।
আরও পড়ুন: বিবাহবন্ধনে আবদ্ধ হলেন অনুরাগ - কন্যা, শেনের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন আলিয়া, দেখুন বিয়ের ছবি
ইন্দিরা গান্ধীকে ঠিক কী বলেছিলেন দিলীপ কুমার?
একটি পাবলিক ইভেন্টে দিলীপ কুমার নিজেই জানিয়েছিলেন যে তিনি একবার নেহেরুর উপস্থিতিতেই ইন্দিরা গান্ধীকে কড়া জবাব দিয়েছিলেন। দিলীপ কুমার জানিয়েছিলেন তিনি যখন ইন্ডিয়া মোশন পিকচার প্রোডিউসার গিল্ডের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন তখন তাঁকে একবার আমন্ত্রণ জানানো হয়েছিল পণ্ডিত নেহেরুর সঙ্গে ব্রেকফাস্ট করার জন্য।
আরও পড়ুন: কল্কি ২৮৯৮ এডি থেকে হীরামান্ডি: ২০২৪ -এর IMDB -এর সবথেকে জনপ্রিয় ভারতীয় সিনেমা - সিরিজ কোনগুলো?
সেই সময়ই দিলীপ কুমার জানান যে তৎকালীন প্রধানমন্ত্রী নেহেরু জানতেন শিক্ষা, সামাজিক কাজের জন্য ফিল্ম ইন্ডাস্ট্রি কী কী বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। তখন সেখানে ইন্দিরা গান্ধীও উপস্থিত ছিলেন। তিনি লাগাতার ভাবে ভারতীয় ছবিকে কটাক্ষ করতে থাকেন দিলীপ কুমারের সামনেই। বলেন, 'হিন্দুস্তানি ছবিতে কিছুই হিন্দুস্তানি নেই।' এই কথার তীব্র প্রতিবাদ করেন দিলীপ কুমার। জানান একটা গোটা মাধ্যমের অপমান এটা। আর ইন্দিরা গান্ধীর এই বক্তব্য একেবারেই মেনে নেননি দিলীপ কুমার।
ঠিক কী বলেছিলেন অভিনেতা? দিলীপ কুমার ইন্দিরা গান্ধীকে জবাবে বলেছিলেন, 'আপনি অনেক কিছুই বললেন। আমি মানছি সেসব একেবারেই সঠিক। ভারতীয় ছবিই সেরা এটা দাবি করা বোকামির কাজ হবে। কিন্তু আপনি যে বললেন হিন্দুস্তানি ছবিতে হিন্দুস্তানের প্রভাব কোথায়, তাহলে আপনাকে জিজ্ঞেস করতে চাই আপনি যে এই ১০-১২ মিনিট ধরে এত কিছু বললেন সেখানে হিন্দুস্তানি ছবির সমালোচনায় আপনি একটাই হিন্দুস্তানি শব্দ ব্যবহার করেননি। পুরোটাই ইংরেজিতে বললেন।'