বাংলা নিউজ > বায়োস্কোপ > হাসপাতালে ভর্তি দিলীপ কুমারের বোন ফরিদা, দেখাশোনা করছে সায়রা বানু ও তাঁর পরিবার

হাসপাতালে ভর্তি দিলীপ কুমারের বোন ফরিদা, দেখাশোনা করছে সায়রা বানু ও তাঁর পরিবার

হাসপাতালে চিকিৎসাধীন দিলীপ কুমারের বোন। 

ভালো নেই প্রয়াত অভিনেতা দিলীপ কুমারের ছোট বোন ফরিদা। গত ৭ দিন ধরে ভর্তি সেখানকার এক বেসরকারি হাসপাতালে। 

হাসপাতালে চিকিৎসাধীন প্রয়াত অভিনেতা দিলীপ কুমারের ছোট বোন ফরিদা। পরিবারের তরফ থেকে এই খবর গোপনই রাখা হয়েছিল। গত ৭ দিন ধরে হাসপাতালে ভর্তি আছেন ফরিদা। এতদিন খুব জটিল ছিল শরীরের অবস্থা, এখন যদিও অবস্থার অকটু উন্নতি হয়েছে। তাঁর চিকিৎসা চলছে কোকিলাবেন আম্বানি হাসপাতালে। 

ফরিদার দেখাশোনার দায়িত্বে রয়েছেন দিলীপ কুমার আর ফরিদার ভ্রাতুষ্পুত্র শাকিব, যিনি মেহবুব খানের নাতি (সাইদার ছেলে) আর ইমরান (ফাজিয়ার ছেলে)। পরিবারের কোনও বিপদ হলেই এগিয়ে আসেন এই দুই সদস্য। সায়রা বানু তাঁদের বলেছিলেন, ‘ওরা খুব বড় শক্তি’। 

ননদকে দেখতে হাসপাতালে গিয়েছেন সায়রা বানুও। যদিও স্বামীকে হারিয়ে তাঁর শরীরও সেরকম ভালো নয়, তাই বান্দ্রা থেকে আন্ধেরি রোজ যাওয়াও সম্ভব হয়ে ওঠে না বর্ষীয়ান অভিনেত্রীর পক্ষে। 

২০২১ সালের ৭ই জুলাই প্রয়াত হয়েছিলেন বলিউডের ‘ট্রাডেজি কিং’ দিলীপ কুমার। ৫৬ বছরের দাম্পত্য সঙ্গীর বিচ্ছেদে শোকস্তব্ধ সায়রা এখনও। সে শোক তিনি কাটিয়ে উঠতে পারেননি। স্বামীর মৃত্যুবার্ষিকীতে সায়রা লিখেছিলেন, ‘আমি মুখ ফিরিয়ে নিই, বালিশ মুখ গুঁজে ফেলি এবং ঘুমানোর চেষ্টা করি। মনে হয় এমনটা করলে আবার যখন চোখ খুলব দেখব উনি আমার পাশেই শুয়ে আছেন। সূর্যের কিরণ ওঁনার গোলাপি গালে পড়ছে, আর সেটা জ্বলজ্বল করছে, সারা ঘরটা আলো করে দিয়েছে। তবে এইটুকু বলব আমি সত্যি খুব সৌভাগ্যবান যে জীবনের ৫৬ গুলো বছর ইউসুফ সাহাব আমার পাশে ছিলেন। সারা বিশ্ব জানে আমি ১২ বছর বয়সে ওঁনার প্রেমে পড়েছিলাম। আমার স্বপ্ন ছিল উনিই একমাত্র আমার স্বপ্নের পুরুষ। যখন ওই স্বপ্নটা সত্যি হল আমি জানতাম আমিই একমাত্র ওঁনার গুণমুগ্ধ ছিলাম না, লম্বা লাইন ছিল। সেই লাইন পেরিয়ে আমি মিসেস দিলীপ কুমার হয়েছিলাম।’

 

বন্ধ করুন