বাংলা নিউজ > বায়োস্কোপ > Diljit Dosanjh's Home Tour: অগোছালো বিছানা, ভাঙা দরজা! দিলজিৎ দোসাঞ্জ ঘুরে দেখালেন বাড়ির প্রতিটা কোণা

Diljit Dosanjh's Home Tour: অগোছালো বিছানা, ভাঙা দরজা! দিলজিৎ দোসাঞ্জ ঘুরে দেখালেন বাড়ির প্রতিটা কোণা

দিলজিৎ দোসাঞ্জের হোম ট্যুর রইল আপনার জন্য। 

‘বাড়ি না ডাস্টবিন’, এরকম মনে আসলে আশ্চর্য হওয়ার কিছু নেই!

পঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জ ইনস্টাগ্রামে তাঁর বাড়ির ট্যুর ভিডিয়ো শেয়ার করেছেন। তবে বেশ হাসির ঢঙে। আপনি যদি ব্যাচেলার হন, তাহলে বিশেষ করে এই ট্যুর আপনারই জন্য। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো শেয়ার হওয়ার পর থেকেই ভাইরাল। এমন অগোছালো অবস্থা যে চোখ গোল গোল হয়ে যাবে দেখলে।

বাড়িতে ঢোকার প্রধান দরজার হাতল ভাঙা। বেল নেই। রান্নাঘরের দরজাও নড়বড়ে। ড্রইংরুমের ধারে দুটো বড় বড় লাগোজ শোয়ানো। দু'-দুটো পেইন্টিংয়ের টাকা দেওয়ার পরেও নাকি তা আসেনি করোনা মহামারীর কারণে।

ফ্ল্যাটের ভিতরের দরজাগুলি কাঁচের। তবে বেডরুমের খাট ভরতি জামাকাপড়ে। দিলজিৎ তো বলেই দিলেন খাটের থেকে সব জামাকাপড় ফেলে দিয়ে তিনি ঘুমোন। সকালে আবার এভাবেই খাটে রেখে দেন। এমনকী, বাথরুমেও ডাঁই করে রাখা হয়েছে পোশাক।

ড্রইংরুমের ধুসর রঙের সোফাটি নাকি বড় প্রিয় দিলজিতের। বাড়িতে থাকলে সেখানে শুয়ে শুয়েই ‘ল্যাদ খান’। এরপর নিয়ে যান গেস্ট রুমে। দেখান কীভাবে তাঁর বন্ধুরা স্লিপওভারের জন্য বাড়িতে আসে, ঘুমোয়। কিন্তু যাওয়ার সময় খাটের থেকে ব্ল্যাংকেট তোলারও সময় হয় না তাঁদের!

এই ভিডিয়ো নিয়ে আপাতত হাসির রোল। একজন লিখেছেন, ‘এটা ঘর না ডাস্টবিন?’ আরেকজন লিখেছেন, ‘আমি আগে এভাবেই ঘর রাখতাম… তারপর বিয়ে হল! বাকিটা ইতিহাস।’ আরেক ভক্তর সরস মন্তব্য, ‘যাক বাবা তারকাদের ঘরও আমার মতোই দেখছি।’

বন্ধ করুন