দিলজিৎ-এ মুগ্ধ কলকাতা। এই বাংলায় এসে পাঞ্জাবি গায়ক যে এভাবে সকলের মন কাড়বেন, তা হয়ত অনেকেই ভাবেননি! তবে গত শনিবার কলকাতায় দিলজিৎ-এর শো ঘিরে উন্মাদনা ছিল তুঙ্গে। বিশেষ করে তরুণ-তরুণীদের মধ্যে দিলজিৎকে দেখার উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। দিলজিৎ-এর কলকাতা কনসার্টে তাঁর মহিলা অনুরাগীদের আবেগে ভরা একটি ভিডিয়োই এবার উঠে এল গায়কের ফেসবুকের পাতায়।
যে ভিডিয়োতে মঞ্চে দিলজিৎ-এর এন্ট্রির পরপরই উল্লাসে ফেটে পড়তে দেখা যাচ্ছে তরুণ-তরুণীদের। এদেরই মধ্যে এক তরুণীকে হাতে করে ভালোবাসার চিহ্ন তৈরি করতে দেখা যায়। আবার কেউ কেউ দিলজিৎ-এর নানান মুহূর্ত মোবাইল ক্যামেরায় লেন্সবন্দি করতে ব্যস্ত হয়ে পড়েন, কেউ আবার আবেগে কেঁদে ভাসান। অনেকেই গায়ককে সামনে থেকে দেখার আনন্দে চোখের জলে বিহ্বল হন। আবার যখন দিলজিৎ গান গাইতে গাইতে নিজের জ্যাকেট খুলে দেন, তখন সেই জ্যাকেট লুফে নিয়ে বুকে জড়িয়ে ধরে এক তরুণী। নিজের শোয়ের এমনই কিছু ঝলক ফেসবুকের পাতায় ভিডিয়ো আকারে তুলে ধরেছেন দিলজিৎ।
আরও পড়ুন-সলমনের বিগ বস-১৮ শোয়ে যোগ দিচ্ছেন সুন্দরী শালিনী পাসি, কে ইনি?
প্রসঙ্গত দিলজিৎ-এর কলকাতা সফরের নানান মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। কলকাতা সফরে এসে দিলজিৎ-এর হলুদ ট্যাক্সিতে গঙ্গাপাড়ে ভ্রমণ, দক্ষিণেশ্বর মন্দিরে গিয়ে পুজো দেওয়া থেকে কলকাতার ঐতিহ্যবাহী ইন্ডিয়ান কফি হাউসে গিয়ে কফি খাওয়া, সব মুহূর্তই উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়।
শনিবার রাতে কলকাতার মঞ্চে উঠে পাঞ্জাবি র্যাপারকে বলতে শোনা যায়, ‘কলকাতা আমি তোমায় ভালোবাসি’। উঠে এল রবি ঠাকুরের কথাও। এমনকি নিজেকে শাহরুখ খানের ভক্ত দাবি করে কিং খানের আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে মন খুলে কথা বললেন গায়ক। তাঁর মুকে শোনা যায়, কেকেআরের স্লোগান- ‘করবো লড়ব জিতব রে’, ফের তিনি বলেন, 'এটা খুব ভালো মন্ত্র যে আপনি কঠোর পরিশ্রম করবেন, লড়াই করবেন এবং আপনি জিতবেন কি জিতবেন না, সেটা ভিন্ন বিষয়।’
আবার কখনও গায়ক বলেন, 'এটা গর্বের বিষয় যে আপনাদের এই মাটিতে এত বড় বড় মহাত্মারা জন্মেছেন - যেমন রবীন্দ্রনাথ ঠাকুর। আমি তাঁর সম্পর্কে পড়ছিলাম এবং আমার একটি বিষয় পছন্দ হয়েছিল। কেউ তাকে বলেছিল, তুমি তো জাতীয় সংগীত লিখেছ, তাই তুমি বিশ্ব সংগীতও লেখো। তাঁর উত্তর ছিল খুবই মিষ্টি। তিনি বলেন, 'গুরু নানকজী পঞ্চদশ শতাব্দীতেই সেটি লিখেছিলেন'।
প্রসঙ্গত কলকাতা সফর সেরে এবার দিলজিৎ যাবে বেঙ্গালুরুতে। সেখানে ৬ ডিসেম্বর শো করবেন তিনি।