নাম দিলজিৎ দোসাঞ্জ, অভিনেতা-গায়ক হিসাবে এই নামটির খ্যাতি এখন বিশ্বজোড়া। বিশেষত গায়ক হিসাবে আমেরিকা থেকে কানাডা এমনকি UK-তেও ছড়িয়ে পড়েছে দিলজিৎ দোসাঞ্জের পসার। এই মুহূর্তে দিল-লুমিনাতি ট্যুরে UK-র বিভিন্ন জায়গায় কনসার্ট করে বেড়াচ্ছেন দিলজিৎ। ২৮ সেপ্টেম্বর, শনিবার ম্যানচেস্টারে ছিল দিলজিতের কনসার্ট। আর সেই কনসার্ট চলাকালীনই এক মহিলাকে জড়িয়ে ধরতে দেখা যায় দিলজিৎকে। চোখে জল এসে যায় তাঁর।
কিন্তু কে এই মহিলা?
ইন আর কেউ নন, দিলজিৎ দোসাঞ্জের মা। এদিন সেই আবেগঘন মুহূর্তে শুধু মাকে জড়িয়ে ধরা-ই নয়, তাঁকে প্রণাম করতেও দেখা যায় দিলজিতকে। আবেগঘন সেই মুহূর্তে ছেলের জন্য চোখে জল এসে যায় দিলজিতের মায়ের। গায়ক বলেন, ‘বাই দ্য ওয়ে, ইনি আমার মা।’ এরপর মাকে জড়িয়ে ধরে চোখে জল এসে যায় দিলজিতেরও। এরপর দিলজিৎ আর এক মহিলাকে প্রমাণ করে তাঁর সঙ্গে হাত মেলান। কিন্তু ইনি আবার কে? তাঁর সঙ্গেও দর্শক-শ্রোতাদের আলাপ করিয়ে দেন দিলজিৎ। তিনি বলেন,'ইনি হলেন আমার বড় দিদি। আমার পরিবার আজ এখানে উপস্থিত।'
দিলজিৎ দোসাঞ্জের ম্যানচেস্টারের সেই কনসার্টে আবেগঘন মুহূর্ত উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়…
আরও পড়ুন-'আমি দিলজিৎ-এর স্ত্রী সন্দীপ কৌর নই', মুখ খুললেন রহস্যময়ী, তবে কে এই মহিলা?
দিলজিতের পরিবার
দিলজিৎ অবশ্য আদপে ভীষণই 'প্রাইভেট পার্সন'। তিনি নিজের পরিবার নিয়ে কোনওদিনই খুূব বেশি কথা বলেন না। এমনকি গায়কের বিয়ে, স্ত্রী নিয়ে নানান গুঞ্জন রয়েছে। দিলজিৎ সেবিষয়েও কখনও কোনও কথা বলেননি। তবে চলতি বছর এপ্রিলে ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক প্রতিবেদনে লেখা হয়েছিল, দিলজিতের এক বন্ধু জানিয়েছেন গায়ক-অভিনেতা একজন ভারতীয়-আমেরিকান মহিলাকে বিয়ে করেছেন এবং তাঁদের এক ছেলেও রয়েছে। আর দিলজিতের সেই স্ত্রী ও ছেলে বর্তমানে আমেরিকায় থাকেন।
সম্প্রতি নিএক সাক্ষাৎকারে অ্যামি ভির্ক বলেন, ‘আমরা যদি দিলজিৎপাজ্জির দৃষ্টিভঙ্গির দিকে তাকাই, তাহলে বলব এটা তাঁর সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। এটা ওঁর পরিবারের বিষয়। নিশ্চয়ই কোনো কারণ আছে যেকারণে তিনি গোটা বিশ্বের সঙ্গে তাঁর স্ত্রী ও সন্তানের পরিচয় করিয়ে দিচ্ছেন না।’ অ্যামি ভির্ক আরও বলেন, ‘আমারও তো স্ত্রী ও এক মেয়ে রয়েছে। আমিও চাই না ওঁরা জনসমক্ষে আসুক। ওঁরাও সেটা চায় না। আপাতত, ওঁরা যে কোনও জায়গায় ঘুরে বেড়াতে পারেন এবং কেউ জানে না যে ওরা আমার পরিবার বা দিলজিতের পরিবার। মানুষ জানতে পারলেই ওঁরা (পরিবার) সমস্যায় পড়বে।’
দিলজিৎ ইন্ডিয়া কনসার্ট, সিনেমা
বিদেশ সফর শেষে দিলজিৎ চলতি অক্টোবরে নিজের দেশে সফর শুরু করবেন। চলতি বছরের ২৬ অক্টোবর দিল্লির ঐতিহ্যবাহী জওহরলাল নেহরু স্টেডিয়ামে শুরু হবে এই সফর। দিল্লির পর হায়দরাবাদ, আহমেদাবাদ, লখনউ, পুনে, কলকাতা, বেঙ্গালুরু, ইন্দোর, চণ্ডীগড় ও গুয়াহাটিতে চলবে এই সফর।
এদিকে সিনেমার ক্ষেত্রে দিলজিৎ-এর নাম সম্প্রতি বর্ডার ২-এর কাস্টিংয়েও ঘোষণা করা হয়েছে। য়েখানে সানি দেওল এবং বরুণ ধাওয়ানও রয়েছেন। সিক্যুয়ালটি লঙ্গেওয়ালার যুদ্ধের পটভূমিতে সেট করা হবে বলে জানা গেছে, নভেম্বরে শ্যুটিং শুরুর কথা রয়েছে।