এদিন দিলজিৎ দোসাঁঝ একটি মিউজিক ভিডিয়োর টিজার পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে নেপথ্যে মিউজিক বাজছে, সঙ্গে শাহরুখ খানের কণ্ঠে সংলাপ। আবার ভিডিয়োয় লেখা ডন। সবটা দেখে শুনে ধন্দে পড়ে গিয়েছে নেটিজেনরা। তাঁদের মনে প্রশ্ন জেগেছে এই ভিডিয়ো কীসের জন্য? কীসের ইঙ্গিত?
কী পোস্ট করলেন দিলজিৎ দোসাঁঝ?
এদিন দিলজিৎ দোসাঁঝ যে ভিডিয়ো পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে গায়ক অভিনেত্রী একটি হেলিকপ্টার থেকে নামলেন। হেলিপ্যাডে হাঁটছেন। কখনও আবার তাতেই বসে। কখনও আবার নৌকায় চড়ে যাচ্ছেন। কখনও আবার গাড়িতে বসে গম্ভীর মুখে। আর এই টিজার ভিডিয়োর শেষে দেখা যাচ্ছে ডন দিলজিৎ দোসাঁঝ। আর এই ভিডিয়োতে আগাগোড়া শোনা গিয়েছে শাহরুখ খানের সংলাপ।
এদিন এই ভিডিয়ো পোস্ট করে দিলজিৎ লেখেন, 'যদি তোমার উপর টিকে থাকতে চাও তাহলে তার জন্য মায়ের আশীর্বাদ লাগবে। এক এবং একমাত্র কিং শাহরুখ খান।' আর এই ক্যাপশনে দেখেই অনেকেই মনে করছেন যে এই ভিডিয়োটা আদতে কিং ছবির কোনও গানের ঝলক হতে পারে।
আগামী ১৩ ডিসেম্বর এই মিউজিক ভিডিয়ো মুক্তি পাবে। বলাই বাহুল্য মিউজিক ভিডিয়োর টিজার থেকে এটুকু স্পষ্ট যে তাতে একেবারে কুল, ড্যাশিং অবতারে ধরা দেবেন দিলজিৎ দোসাঁঝ। কিন্তু এই ভিডিয়ো কি সত্যিই কিং ছবির জন্য?
আরও পড়ুন: খরা কাটিয়ে ফের বলিউডে কামব্যাক করছেন প্রিয়াঙ্কা! কবে আসছে দেশি গার্লের নতুন হিন্দি ছবি?
দিলজিৎ দোসাঁঝের এই ভিডিয়ো কি কিং ছবির জন্য?
সকলেই জানেন শাহরুখ খানকে এরপর আগামীতে সুজয় ঘোষ পরিচালিত ছবি কিং ছবিতে দেখা যাবে। সেখানে তাঁর সঙ্গে থাকবেন তাঁর মেয়ে সুহানা খান। এছাড়া অভিষেক বচ্চন, যিশু সেনগুপ্ত থাকবেন বলেই শোনা যাচ্ছে। তো সেই ছবির সঙ্গেই হয়তো দিলজিৎ দোসাঁঝের এই ভিডিয়োর কোনও যোগ থাকতে পারে বলে মনে করছেন অনেকেই। তবে নিশ্চিত ভাবে এখনই কিছু বলা যাচ্ছে না। সেটার জন্য অপেক্ষা করতে হবে।