নেটফ্লিক্সে আসছে পরিচালক আলি আব্বাস জাফরের নতুন ছবি ‘যোগি’। প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার। ১৯৮৪ সালে দিল্লির অস্থির পরিস্থিতি নিয়েই তৈরি হয়েছে যোগি-র গল্প। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন দিলজিৎ দোসাঞ্জ। ট্রেলারে দেখানো হয়েছে '৮৪ সালের হিংসা পরিস্থিতি।
৩১ অক্টোবর ১৯৮৪ সালের এক সকাল। যেখানে প্রতিটি ভারতীয় পরিবারের মতো একটি পরিবার সকালের আমেজ গায়ে মেখে। পুরুষরা অফিসে যাচ্ছে আর মহিলারা প্রাতঃরাশের প্রস্তুতি নিচ্ছে। সেই পরিবারটি দিলজিৎ দোসাঞ্জের অর্থাৎ যোগির। কিন্তু সকালের আভা সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে যেন পরিবর্তন হয়ে যায়। 'যোগি' ছবিতে দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে কুমুদ মিশ্র, মহম্মদ জিশান আয়ুব, হিতেন তিজওয়ানি ও আমায়রা দস্তুরিকে অভিনয়ে দেখা যাবে। দেখুন ট্রেলার-
বাসভবনে নিজের দেহরক্ষীদের গুলিতে নিহত হন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ঘটনার পরদিনই রাজধানী, সংলগ্ন এলাকা এবং গোটা দেশজুড়ে পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। ভয়ঙ্কর বিপদের মুখে পড়েন ভারতবর্ষের শিখ সম্প্রদায়ের সাধারণ মানুষ। নিজের এলাকার মানুষদের বাঁচাতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েন শিখ যুবক যোগি। সেই যোগির গল্পই আসছে ওটিটির পর্দায়। ১৯৮৪ সালের দিল্লি হিংসার প্রেক্ষাপটে তৈরি এই ছবির পরিচালক আলি আব্বাস জাফর। আরও পড়ুন: সুদীপাকে ‘উদ্ধত, অসভ্য এই মহিলা’ বললেন শ্রীলেখা! পালটা এই জবাব দিলেন সঞ্চালিকা
আগামী ১৬ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘যোগি’। ‘বন্ধুত্ব, সাহসিকতা, ভালোবাসা এবং আশার’ গল্প বলবে এই ছবি।