দিলজিৎ দোসাঁঝ বর্তমানে গোটা দেশ ঘুরে ঘুরে শো করছেন। পুনের পর এবার তিনি কলকাতা এসেছেন গানটি দিল - ইলিউমিনেটিং ট্যুরের অংশ হিসেবে। আগামী ৩০ নভেম্বর কলকাতার বুকে অনুষ্ঠিত হবে সেই কনসার্ট। তার আগে শহর ঘুরে দেখলেন তিনি। পোস্ট করলেন ভিডিয়ো।
কী পোস্ট করলেন দিলজিৎ দোসাঁঝ?
এদিন দিলজিৎ দোসাঁঝ তাঁর কলকাতা কনসার্টের আগে শহর ঘুরে দেখার একটি ভিডিয়ো পোস্ট করেন। তবে সেই ভিডিয়োর থেকে নজর কাড়ে সেই ভিডিয়োর নেপথ্যে ব্যবহৃত হওয়া গানটি। না, তিনি এক ভিডিয়োতে না নিজের গান ব্যবহার করেছেন। না কোনও বলিউডি গান। এমনকি কোনও বাংলা ছবির গানও নয়। ভাবছেন তাহলে কী? মৌসুমী ভৌমিকের আমি শুনেছি সেদিন তুমি গানটিকে ব্যবহার করেছেন তিনি।
সঙ্গে এই ভিডিয়োতে তাঁকে হলুদ ট্যাক্সি চড়তে দেখা গিয়েছে। বাদ যায়নি হাওড়া ব্রিজ, সেখানে দাঁড়িয়ে তাঁকে প্রার্থনা করতে দেখা গিয়েছে। এছাড়া ফুল হাতে গঙ্গার পাড় থেকে উত্তর কলকাতার অলিগলি সবই ঘুরেছেন তিনি। আর সবটার ঝলক তুলে ধরেছেন এই ভিডিয়োতে। আর বাংলা গান তাও মৌসুমী ভৌমিকের গান ব্যবহার করায় মুগ্ধ হয়েছেন তাঁর অনুরাগীরা।
কে কী বলছেন?
এক ব্যক্তি লেখেন, 'বাঙালিদের মন জেতার জন্য মোদীর থেকে অনেক ভালো স্ট্র্যাটেজি।' আরেকজন লেখেন, 'অনেক ধন্যবাদ এই গানটি ব্যবহার করার জন্য। কোনও বলিউডের সস্তার গান ব্যবহার করেননি বলে খুশি হয়েছি।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'এই গানটির ব্যবহার করে খুবই ভালো করেছেন।' চতুর্থ ব্যক্তি লেখেন, 'কলকাতায় স্বাগত। যেভাবে আপনার টিম যেভাবে গানটি ব্যবহার করল খুব ভালো লাগল।'
আরও পড়ুন: বিশ্বজুড়ে ৪০০ কোটি আয়ের পর এবার দেশেও ২৫০ কোটির গণ্ডি পার ভুল ভুলাইয়া ৩ -র! কী হাল সিংঘম এগেনের?
দিলজিৎ দোসাঁঝের আগামী কনসার্ট
প্রসঙ্গত, কলকাতার কনসার্টের পর এই গোটা ইন্ডিয়া ট্যুরের আরও ৩ টি কনসার্ট বাকি থাকবে। আগামী ৬ ডিসেম্বর বেঙ্গালুরুতে শো আছে তাঁর। তারপর ৮ ডিসেম্বর ইন্দোর এবং ১৪ ডিসেম্বর চণ্ডীগড়ে শো আছে।