বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না দিলজিৎ দোসাঞ্জের। তাঁর কনসার্টের টিকিটের দাম থেকে তার কালোবাজারির জেরে চর্চায় থেকেছেন এই পাঞ্জাবি গায়ক তথা নায়ক। তাঁর গানে মদ-মাদকের মতো শব্দ নিয়েও দানা বেঁধেছে বিতর্ক। এবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেও কটাক্ষে শিকার দিলজিৎ। আরও পড়ুন-বিয়ের বাকি ১৬ দিন! রুবেলের আদরে বুঁদ শ্বেতা, আইনি বিয়ে সেরে ফেলেছেন জুটি?
ইংরাজি নতুন বছরের সূচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন দিলজিৎ, এরপরই প্রতিবাদী কৃষক নেতাদের তীব্র সমালোচনার শিকার হন পাঞ্জাবি তারকা। মোদীর সাথে দিলজিৎ দোসাঞ্জের বৈঠক নিয়ে হতাশা প্রকাশ করে কৃষকরা গায়কের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। দিলজিৎ দোসাঞ্জ মোদীর সঙ্গে তাঁর বৈঠককে নতুন বছরের ‘দুর্দান্ত শুরু’ হিসাবে বর্ণনা করেছেন, অন্যদিকে ‘নম্র সূচনা থেকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন’ তারকা হিসাবে দিলজিৎ-এর উত্থানের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী মোদী।
'দিলজিৎ যদি সত্যিই কৃষকদের কথা ভাবতেন, তাহলে শম্ভু সীমান্তে দালেওয়ালজির সঙ্গে সংহতি জানিয়ে আমাদের সঙ্গে যোগ দিতেন, আমাদের উদ্বেগ শুনতেন এবং তাঁর আগের বক্তব্যেই অটল থাকতেন। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করায় ওঁর (দিলজিৎ) উদ্দেশ্য নিয়েই সংশয় দেখা দিচ্ছে', টাইমস অফ ইন্ডিয়াকে জানান এক কৃষক নেতা।
২০২০ সালে দিলজিৎ দোসাঞ্জের বয়ান
২০২০ সালে, দিলজিৎ দোসাঞ্জ কৃষক আন্দোলনের প্রতি সমর্থন প্রকাশ করেছিলেন, কেন্দ্রকে তাঁদের দাবি পূরণের আহ্বান জানিয়েছিলেন এবং কৃষকদের পক্ষে জোরালো সওয়াল করেছিলেন।
একই বছর, দিলজিৎ দোসাঞ্জ ইনস্টাগ্রামে কৃষকদের সমর্থনে পোস্ট করেছিলেন: ‘২৫ সেপ্টেম্বর। আমরা সবাই কৃষক সমাজের পাশে দাঁড়াব। পাঞ্জাবের সব বয়সের মানুষ কৃষকদের পাশে দাঁড়িয়েছেন। যাঁরা এই বিলের পক্ষে সওয়াল করছেন, তাঁরা অন্তত কৃষকদের সঙ্গে কথা বলার চেষ্টা করুন। জম্মু ও কাশ্মীরে সরকারি ভাষা থেকে পাঞ্জাবি ভাষা মুছে ফেলা হয়েছে। কী হচ্ছে?’
দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন কৃষকরা। সংযুক্ত কিষাণ মোর্চার (অরাজনৈতিক) আহ্বায়ক জগজিৎ সিং ডালেওয়াল ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের (এমএসপি) আইনি গ্যারান্টি সহ কৃষকদের দাবিদাওয়া মেনে নিতে কেন্দ্রকে চাপ দেওয়ার জন্য খানৌরি সীমান্তে আমরণ অনশন করছেন।
তাঁর সমর্থনে হাজার হাজার কৃষক, অনেক ট্র্যাক্টর-ট্রলিসহ খানৌরি সাইটে জড়ো হয়েছেন। পাঞ্জাব সরকার দালেওয়ালকে চিকিৎসার জন্য রাজি করানোর চেষ্টা করলেও তিনি তা প্রত্যাখ্যান করেছেন। সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেছে, পাঞ্জাব সরকারকে দালেওয়ালের স্বাস্থ্য নিশ্চিত করতে এবং তার হাসপাতালে ভর্তি সম্পর্কিত আদেশ মেনে চলার নির্দেশ দিয়েছে।
দিলজিৎ-প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
বুধবার নিউ ইয়ারে দিলজিতের কৃতিত্বের প্রশংসা করে মোদী বলেন, 'যখন 'হিন্দুস্তান'-এর একটি ছোট্ট গ্রামের একটি ছেলে বিশ্ব মঞ্চে জ্বলে ওঠে, তখন আশ্চর্য লাগে। আপনার পরিবার আপনার নাম দিলজিৎ রেখেছে এবং আপনি আপনার নাম অনুসারে মানুষের মন জয় করে চলেছেন।
উত্তরে দিলজিৎ বলেন, 'আমরা 'মেরা ভারত মহান' পড়তাম, কিন্তু যখন আমি সারা ভারত ভ্রমণ করলাম, তখন বুঝতে পারলাম লোকে কেন এটা বলে'।প্রধানমন্ত্রী মোদীর ব্যক্তিগত যাত্রারও প্রশংসা করে গায়ক-অভিনেতা বলেন, ‘আমি আপনার সাক্ষাত্কারটি দেখেছি, স্যার। প্রধানমন্ত্রীর পদটি দারুণ, কিন্তু এর পেছনে একজন মা, একজন ছেলে ও একজন মানুষ রয়েছেন।’