বলিউডের অন্যতম নামি গায়ক তথা অভিনেতা দিলজিৎ দোসাঁঝ সম্প্রতি জুটি বাঁধতে চলেছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল বেশ কিছু ছবি।
সম্প্রতি Reddit বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে যেখানে দেখা যাচ্ছে, একটি বিরাট বড় হ্রদ, পাশে পাইন গাছের মেলা। ক্যাপশনে লেখা রয়েছে, হানিয়া আমির দিলজিৎ দোসাঁঝের সঙ্গে লন্ডনে।
ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর অনেকেই ভাবছেন আসন্ন কোনও সিনেমা বা মিউজিক ভিডিয়োর জন্য একসঙ্গে কাজ করছেন তাঁরা। তবে সেটা কি তা এখনও জানা যায়নি। Reddit ছাড়াও অভিনেতা নিজেও বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।
আরও পড়ুন: ‘গুজবে কান দেবেন না’, গুলকান্দা টেলস বিতর্কে কী বললেন রাজ এবং ডিকে?
দিলজিৎ যে ছবিগুলি সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে তিনি পরে রয়েছেন কালো রঙের ট্রাউজার, একটি হুডি, একটি লাল রঙের জ্যাকেট এবং একটি লাল সাদা টুপি। আরও একটি ছবি তিনি শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে, নির্মল হ্রদ যেটি একটি অরণ্য দ্বারা পরিবেষ্টিত।
দিলজিৎ যে ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ঠিক সেই ছবিটি নিজের অ্যাকাউন্টে রিপোস্ট করেছেন অভিনেত্রী হানিয়া। হানিয়া ছবিগুলি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, এটি চিরকালের মধ্যে কি?

ছবিগুলি দেখে অনেকেই মনে করছেন, লন্ডনে হয়তো কোনও মিউজিক অ্যালবামের শ্যুটিং চলছিল। অনেকে আবার মনে করেছেন, এটি হয়তো সর্দার জি থ্রি সিনেমার শ্যুটিং হতে পারে। কেউ কেউ আবার ছবিগুলি দেখে লন্ডন নয় বরং কাঠমান্ডু বলে মনে করেছেন। কেউ কেউ আবার এমন ছবি নিউজ ফিডে আসার জন্য বিরক্ত বোধ করেছেন।
সর্দার জি সিরিজের প্রথম পর্ব মুক্তি পেয়েছিল ২০১৫ সালে। দ্বিতীয় পর্ব ২০১৬ সালে মুক্তি পেয়েছিল। তৃতীয় পর্ব ২০২৫ সালের ২৭ জন মুক্তি পাওয়ার কথা। প্রথম পর্ব এবং তৃতীয় পর্বে অভিনয় করলেও দ্বিতীয় পর্বে অভিনয় করেননি দিলজিৎ।
আরও পড়ুন: খুশির জন্য হাঁপুস নয়নে কাঁদছেন ইব্রাহিম! নাদানিয়ান মুক্তির আগে কী ঘটল?
আরও পড়ুন: ভিকি কৌশলের ছাবা দেখে মুগ্ধ আলিয়া ভাট, লিখলেন ‘তুমি কে…’
প্রসঙ্গত, কিছুদিন আগেই লন্ডনে গায়কের কনসার্ট শুনতে গিয়েছিলেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া। কনসার্টের বেশ কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেত্রী লিখেছিলেন, অসাধারণ একটি রাত ছিল। অনেক ভালোবাসা, শ্রদ্ধা। একটাই তো আমার মন, কতবার চুরি করবেন আপনি?
উল্লেখ্য, দিলজিৎ আপাতত ‘বর্ডার টু’ সিনেমার জন্য ভীষণ ব্যস্ত। এই সিনেমায় তাঁর সঙ্গে অভিনয় করবেন বরুণ ধাওয়ান, সানি দেওল, অহন শেট্টি। ‘বর্ডার ২’ ছাড়াও ‘নো এন্ট্রি ২’ সিনেমায় অভিনয় করতে চলেছেন দিলজিৎ।