শনিবার কলকাতায় তাঁর বহুল প্রত্যাশিত পারফরম্যান্সের আগে, পাঞ্জাবি গায়ক দিলজিৎ দর্শণকরলেন দক্ষিণেশ্বর কালীমন্দির। গ্লোবাল আইকনকে মন্দিরে প্রার্থনা করতে এবং আশীর্বাদ চাইতে দেখা গিয়েছে। সঙ্গে মন্দিরের বাইরে ভক্তদের সঙ্গে ছবিও তুললেন তিনি।
শুক্রবার দিলজিতের মন্দির পরিদর্শনের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ভিডিয়োটি তিনি এক্স-এ পোস্ট করেছেন, যা আগে টুইটার নামে পরিচিত ছিল।
‘দক্ষিণেশ্বর মন্দির, কলকাতা... শ্রীরামকৃষ্ণ পরমহংস জি’, ভিডিয়োটি শেয়ার করে তিনি লেখেন। ভিডিয়োতে দেখা যাচ্ছে, সাদা কুর্তা পাজামা পরেছেন তিনি। ক্লিপটিতে তাকে মন্দির চত্বরে ধ্যান করতে দেখা গিয়েছে তাঁকে। হাতে জবা ফুল নিয়ে তা ঠাকুরের কাছে দেন। একটি ফুটেজে তাঁকে দেখা যায় নাট মন্দিরে বসে, এক দৃষ্টিতে তাঁকিয়ে আছেন কালী মূর্তির দিকে।
মন্দির থেকে বাইরে বেরনোর পর দিলজিৎ তাঁর ভক্তদের সঙ্গে কথা বলেন। শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ছবি তোলেন, যাঁরা তাঁদের প্রিয় গায়ককে এক ঝলক দেখার জন্য সেইসময় রীতিমতো উচ্ছ্বসিত হয়ে পড়েছিল। তবে বিশেষ করে নজরে এসেছ, মায়ের মন্দির থেকে হাতে করে আশীর্বাদী জবা ফুল নিয়ে বেরোন তিনি। যা ধরে রেখেছিলে দু হাতের মুঠোতে।
২৮ নভেম্বর সোশ্যাল মিডিয়ায় বিমানসফরের ছবি শেয়ার করে কলকাতায় আসার খবর দেন দিলজিৎ। শহরের আইকনিক হলুদ ট্যাক্সিতে চেপেছেন শুক্রবারেই। হাওড়া ব্রিজ দেখতে গিয়েছেন। গঙ্গার উদ্দেশে তাঁকে প্রণাম করতেও দেখা গিয়েছে।
আরও পড়ুন: ‘কিউ কি তুম ধরকন…’! ক্রিকেটার থেকে গায়ক, জাভেদ আলির সঙ্গে গলা মিলিয়ে গাইলেন সৌরভ
দিলজিতের ভারত সফর
দিলজিৎ মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, জার্মানি, ফ্রান্স, ইতালি এবং নেদারল্যান্ডসের মতো দেশগুলিতে বিনোদন দেওয়ার কয়েক মাস পরে নয়াদিল্লিতে তার দিল-লুমিনাতি ট্যুর ২০২৪ এর ভারত পর্ব শুরু করেছিলেন। তিনি জয়পুর, হায়দরাবাদ, আহমেদাবাদ, লখনউ এবং পুনেতেও পারফর্ম করেছিলেন। আগামীতে কলকাতার শো-তে দেখা যাবে গায়িকাকে। যা আজ অর্থাৎ শনিবার ৩০ নভেম্বর হওয়ার কথা। ২৯ ডিসেম্বর গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে তাঁর ভারত সফরের গ্র্যান্ড ফিনালে। কলকাতার পর ১৯ ডিসেম্বর একটি শো করতে মুম্বই যাচ্ছেন দিলজিৎ।