দিলজিৎ দোসাঞ্জের ইন্দোরের কনসার্টে মাংস ও মদ বিক্রির বিরোধিতা করে বজরং দল প্রতিবাদ জানানোর পর রবিবার শহরে পারফর্ম করলেন দিলজিৎ। তাঁর দিল-লুমিনাতি ট্যুরের একটি অংশ এই ইন্দোর কনসার্টে কোনও অ্যালকোহল বা মাংস বিক্রি করা হয়নি। অনুষ্ঠানে অংশগ্রহণকারী এক ব্যক্তি মারফত জানা যায়, দিলজিতের ইন্দোরের কনসার্ট ছিল ‘নন-ভেজ, নো অ্যালকোহল’।
দিলজিৎ দোসাঞ্ঝের কনসার্টের প্রতিবাদে শনিবার ইন্দোরে বিক্ষোভ দেখায় বজরং দলের কিছু সদস্য। বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) সদস্য যশ বাচানি বলেছিলেন, ‘বজরং দল কনসার্টে মাংস ও মদ পরিবেশনের বিরোধিতা করতে রাস্তায় নামতে পারে।’
আরও পড়ুন: ফের বিতর্কে আল্লুর ছবি, ‘পুষ্পা ২'-এ ক্ষত্রিয়দের অপমান! প্রযোজককে বাড়িতে গিয়ে মারধরের হুমকি
তিনি বলেছিলেন, ‘বজরং দল খবর পেয়েছিল যে শহরে একটি কনসার্ট হচ্ছে, যেখানে মদ থাকবে এবং মাংস পরিবেশন করা হবে। আমরা এখানে এসেছি এটা খতিয়ে দেখতে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মহিলাদের নিরাপত্তার জন্য কোনও ব্যবস্থা করা হচ্ছে কি না, তা নিশ্চিত করতে। এখানে যে কোনও লাভ জিহাদের ঘটনা সম্পর্কেও আমরা সতর্ক রয়েছি। আমরা শহরের সংস্কৃতি রক্ষার জন্য মদ এবং মাংস পরিবেশনের বিরোধিতা করি। আগামীকালের কনসার্টের প্রতিবাদে আমরা রাস্তায় নামতে পারে বজরং দল।’
আরও পড়ুন: ‘অ্যানিম্যাল পার্ক’ -এর পরই আসছে অ্যানিম্যাল ৩! বউ আলিয়াকে নিয়েও বড় আপডেট দিলেন রণবীর
অন্য দিকে, জোন ২-এর অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার অমরেন্দ্র সিং (ডিসিপি) বলেছিলেন, ‘ইন্দোর পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কিত বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন। ইন্দোর পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি, মহিলাদের সুরক্ষা এবং মাদক সেবনের বিষয়টির দিকে কড়া নজর রাখছেন। আমরা এখানে খোলা জায়গায় অ্যালকোহল পরিবেশন এবং এর সেবনের অনুমতি দিইনি।’
প্রসঙ্গত, এর আগে গত মাসে পুনের কোথরুদ এলাকায় পাঞ্জাবি গায়ক তথা অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের মিউজিক্যাল কনসার্টে মদ পরিবেশনের পারমিট বাতিল করে রাজ্য আবগারি দফতর। এনসিপি দলের যুব শাখা এবং প্রবীণ বিজেপি নেতা চন্দ্রকান্ত পাতিল -সহ কিছু স্থানীয় বাসিন্দা ও সংগঠন এই অনুষ্ঠানে মদ পরিবেশনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানোর পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
বিতর্কিত হায়দরাবাদ কনসার্টের পরে, তেলেঙ্গানা সরকার দিলজিৎকে অ্যালকোহলের বিষয়ক গান গাওয়া যাবে বলে জানিয়েছিলেন। দিলজিৎ তাঁর কনসার্টে এই বিতর্ক নিয়ে মুখও খুলেছিলেন। তিনি বলেছিলেন, ‘আমি আমার গান বা নিজেকে ডিফেন্ড করছি না। আমি শুধু এটা চাই যে যদি সেন্সর করতেই হয় তবে ভারতীয় ছবিতেও সেটা করতে হবে।’ দিলজিতের মতে ভারতের সব রাজ্যকে ড্রাই-স্টেট ঘোষণা করলে তিনি অ্যালকোহল নিয়ে তাঁর লেখা কোনও গান আর কোনও অনুষ্ঠানে গাইবেন না।