ভগ ইন্ডিয়ার নভেম্বর-ডিসেম্বর সংখ্যার প্রচ্ছদ তারকা ডিম্পল কাপাডিয়া! অবাক হচ্ছেন? হ্যাঁ এটাই সত্যি। ভোগের ইনস্টাগ্রাম পেজ থেকে কভার শ্যুটের ছবিগুলি শেয়ার করা হয়েছে। ৬৭ বছর বয়সী এই অভিনেত্রীর ছবি দেখে চোখ ফেরানো দায়।
৬৭ বছর বয়সে হলেন কভার স্টার
ম্যাগাজিনের ফটোশুট থেকে ডিম্পল কাপাডিয়ার ছবিগুলি ইন্টারনেটে আগুন ধরিয়ে দিয়েছে। এটি অভিনেত্রীর প্রথম ভোগ কভার। ছবিগুলি ইন্টারনেটে ছড়িয়ে পড়তেই ভক্তরা আনন্দে ফেটে পড়েন।
মিনিমাল মেকআপ করলেও নিজের মুখের বলিরেখা স্পষ্টভাবে ক্যামেরার সামনে তুলে ধরতে কিন্তু পিছপা হননি তিনি। প্রকাশিত ছবিগুলিতে ডিম্পলকে অনবদ্য পোশাকে এবং গয়নায় দেখা যায়। দেখে নিন ইন্টারনেট কীভাবে প্রতিক্রিয়া জানিয়েছে।
কী বললেন সেলেব ও ভক্তরা?
ডিম্পল কাপাডিয়ার মেয়ে, অভিনেতা থেকে লেখক হওয়া টুইঙ্কল খান্না ইনস্টাগ্রাম স্টোরিতে ছবিটি শেয়ার করেছেন এবং লিখেছেন, 'সুপার মারিও ব্রোস যেমন বলত 'মাম্মা মিয়া!'
সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট নম্রতা সোনি লিখেছেন, ‘অবশেষে। আইকন।’ অভিনেত্রী দিয়া মির্জার কমেন্টে লেখা ছিল, 'আইকন'। এক ভক্ত মন্তব্য করেছেন, ‘ওএমজি!!’। একজন মন্তব্য করেছেন, ‘একজন সত্যিকারের মেগা বিউটি। এবং প্রতিভা। ‘ আরেক ভক্ত লিখেছেন, ‘এটা এখন প্রচ্ছদ। ফ্যাশন এবং পপ সংস্কৃতি ভিত্তিক ইনস্টাগ্রাম পেজ ডায়েট সব্যা ইনস্টাগ্রাম স্টোরিজে ডিম্পলের কভার ফটো শেয়ারও করেছেন এবং লিখেছেন, 'হেয়ার আইকন।'
আরও পড়ুন: (পাপারাৎজিদের দেখলেই মেজাজ হারাচ্ছেন অনেক তারকা, ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ না পাবলিসিটি স্টান্ট?)
ডিম্পল কাপাডিয়ার লুক
কভার পিকচারে ব্লোআউট ওয়েভে সুন্দর স্টাইল করা চুল এবং অফ-শোল্ডার নেভি ব্লু পোশাকে দুর্দান্ত দেখাচ্ছিল ডিম্পল কাপাডিয়াকে। অভিনেত্রীএকটি স্টেটমেন্ট নেকলেস পরেছিলেন এবং গ্ল্যামের জন্য বেছে নেন স্মোকি আইজ, মাস্কারা, ব্লাশ ও ন্যুড লিপস্টিক।
৬৭ বছর বয়সী এই তারকার পরনে ছিল কালো টার্টলনেক টপ, অ্যাসিমেট্রিক র ্যাপ স্কার্ট এবং পান্না সবুজ ওভারলে। তিনি একটি অ্যাকোয়ামেরিন স্ল্যাব নেকলেস, পান্না সবুজ উইং কানের দুল এবং কালো স্টিলেটো দিয়ে পোশাকটি অ্যাকসেসরাইজ করেন। নিজের চিরকালের সুন্দর চুলটি নিয়ে তিনি একটি কোফড হেয়ারস্টাইল করেন।
অপর একটি ছবিতে , সাদা জ্যাকেট ও কালো প্যান্টের সব্যসাচী পোশাকে দেখা গিয়েছে তাঁকে। সঙ্গে তিনি টিম আপ করেন সব্যসাচীর নেকলেস, ব্লোআউট ওয়েভে স্টাইল করা আলগা চুল। এখানেও মিনিমাল মেকআপে মন জয় করেছেন সকলের।