দেখে সত্যিই বয়স বোঝা দায়! কথা হচ্ছে ডিম্পল কাপাডিয়ার। ভোগ ইন্ডিয়ার সঙ্গে ২০২১ সালে এক সাক্ষাৎকারে নিজের হেয়ার কেয়ারের রহস্য ফাঁস করেছিলেন বর্ষীয়ান অভিনেত্রী। দিয়েছিলেন তাঁর চুলের যত্ন নেওয়ার টিপসগুলি।
কীভাবে চুলের যত্ন নেন ডিম্পল?
ববি, সাগরের মতো ছবি দিয়ে হাজার হাজার পুরুষের বুখে ঝড় তুলেছিলেন ডিম্পল। এখনও চুটিয়ে কাজ করছেন। সাম্প্রতিক সময়ে তাঁকে দিল ধরকনে দো, তু ঝুটি ম্যায় মাক্কারের মতো ছবিতেও দেখা গিয়েছে। তবে শ্যুটের মাঝেও নিজের কেশরাশির যত্ন নিতে বিশেষ টোটকা ফলো করেন ডিম্পল।
'আপনার চুলে তেল দিন এবং এটি রঙ করবেন না'
'চকচকে' চুলের কথা বলতে গিয়ে অভিনেত্রী জানান, ছোটবেলা থেকেই তিনি চুলে তেল দিয়ে আসছেন। সারা রাত চুলে তেল দিয়ে রাখেন। এছাড়াও ঘরে তৈরি প্যাক দিয়ে মাথা ম্যাসাজ করেন। যা তৈরি করেন কলা ও দুধ দিয়ে। ৫টি ডিমের সাদা ও একটা পুরো ডিম ও সঙ্গে একটি কলার মিশ্রণ। এটি চুলে লাগিয়ে ১০-১৫ মিনিট রেখে দেন। তারপর ভালো করে হালকা গরম জল দিয়ে ধুয়ে নেন চুল।
আরও পড়ুন: শ্বেতার সিঁথিতে সিঁদুর দিল রুবেল, লেখা ‘শুভ পরিণয়’, সামনে এল জুটির বিয়ের কার্ড
'পেঁয়াজের রস চুলের জন্য চমৎকার'
ডিম্পল আরও জানান যে, তিনি পেঁয়াজের রস লাগান চুলে। সঙ্গে তাঁর কাছে একটি বাড়িতে বানানো সিক্রেট হেয়ার অয়েলের রেসিপিও রয়েছে। যেখানে বেস অয়েল হিসেবে ব্যবহার করা হয় বাদাম এবং চন্দন কাঠের তেল। আর তার সঙ্গে মেশানো হয় জেরানিয়াম, রোজমেরি এবং ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল। তিনিনিজের নাতি-নাতনিদেরও এই উপদেশ দিয়ে গিয়েছেন। যে চুলে সবসময় তেল লাগাও আর কখনো রং করো না।
আরও পড়ুন: ছোট স্তন নিয়ে শুনেছেন কটাক্ষ! অনন্যা এবার বললেন, ‘ছোটবেলা বাবা চাঙ্কির সেটে…’
ডিম্পল আরও জানান যে, পেঁয়াজের রসও চুলের জন্য খুব ভালো। আর সঙ্গে পেঁয়াজের রসের বদলে অনিয়ন অয়েল ব্যবহার করা যাবে বলেও জানিয়েছিলেন ডিম্পল এই সাক্ষাৎকারে।
চুলের জন্য স্বাস্থ্যকর ডায়েটে
ডিম্পল স্বাস্থ্যকর চুলের ডায়েট হিসেবে খ্যাদ্যতালিকায় এমন মাছ অন্তর্ভুক্ত করার কথা বলেছেন যাতে পাওয়া যায় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। এটি চুলের বৃদ্ধি এবং স্বাস্থ্যে খুব উপকারী। ‘আমি বড় হওয়ার সময় প্রচুর মাছ খেয়েছি’, জানান ডিম্পল। এটি তার চুলকে 'সত্যিই সহায়তা করেছিল'।
আপনার চুলের যত্নে কোনও বড় পরিবর্তন করার আগে কোনও পেশাদারের সঙ্গে পরামর্শ করতে ভুলবেন না।