৯০-এর দশকে গোড়ার দিকের কথা। সেসময় জমে উঠেছিল বিপাশা বসু ও মডেল, অভিনেতা দিনো মোরিয়ার প্রেম। যদিও সেপ্রেম স্থায়ী হয়নি। পরে ২০০৩-এর দিকে বিপাশার জীবনে আসেন জন আব্রাহম। 'জিসম' ছবিতে কাজ করার সময় একে অপরের কাছাকাছি আসেন বিপাশা ও জন।
সেসময় শোনা গিয়েছিল বিপাশাকে নিয়েই নাকি জন ও দিনো মোরিয়ার মধ্যে সম্পর্ক তিক্ত হয়ে গিয়েছিল। জন ও দিনোর মধ্যে নাকি ভীষণ ঝগড়া। যদিও পরবর্তী সময়ে দিনো মোরিয়া কিংবা জন আব্রাহাম, কারোর সঙ্গেই সম্পর্ক টেকেনি বিপাশার। বর্তমানে অভিনেত্রা করণ সিং গ্রোভারের স্ত্রী। এদিকে সম্প্রতি সিদ্ধার্থ কান্নানকে দেওয়া সাক্ষাৎকারে, জনের সঙ্গে শত্রুতার বিষয়ে মুখ খুলেছেন দিনো মোরিয়া।
জনের সঙ্গে শত্রুতা নিয়ে ঠিক কী বলেছেন দিনো মোরিয়া?
দিনো মোরিয়ার সাফ কথায়,'আমাদের মধ্যে কখনওই কোন শত্রুতা নেই। আমরা একসঙ্গে মডেলিং করতাম, একসঙ্গে অনেক মজা করেছি, আড্ডা দিয়েছি। লোকজন ধরে নেয়, আমি বিপাশার সঙ্গে সম্পর্ক ভাঙি কারণ, ও জনের সঙ্গে ডেটিং করছিল বলে। লোক ভেবেছিল জন আমার প্রেমিকার সঙ্গে ডেটিং করছে, তাই ঝগড়া। আসলে এসবই মিডিয়ার ইন্ধন। মানুষ এসব পড়তে ভালোবাসেন। আমার আর জনের মধ্যে কখনও কোনও ঝগড়া হয়নি। আমরা সবসময় আমাদের নিজস্ব পথেই হেঁটেছি। বিপাশার সঙ্গে সম্পর্ক ভাঙার পরই ও জনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল। সেসময় আমি আবার অন্য কারোর সঙ্গে প্রেম করছিলাম।'
আরও পড়ুন-খ্রিস্ট সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত! সইফ 'বেগম' করিনার কাছে পৌঁছল আদালতের চিঠি, কী ঘটেছে?
দিনো মোরিয়া আরও জানান, এই তো গতকালই, আমি জনকে মেসেজ করছিলাম, জিগ্গেস করি, 'আমরা কি এরমধ্যে একসঙ্গে বাইক নিয়ে বের হব? চলো একসঙ্গে কফি খাওয়া যাক! জনের সঙ্গে আমার কোনও শত্রুতাই নেই। আজ ও (জন) যে জায়গায় আছে সেটা দেখে আমি খুব খুশি। সেসময় লোকজন সবসময় বলতেন মডেল অভিনয় করতে পারে না, তবে আমরা কিন্তু উল্টোটাই প্রমাণ করেছি। বহু ছবি হিট হয়েছে এবং আমরা সেই সব ছবির অংশ ছিলাম। যখন লোকজন আমাকে জন সম্পর্কে জিজ্ঞাসা করেন, আমি বলি, ও সত্যিই ভাল কাজ করছে। আমি ওর কাছে নিজের টুপি নামিয়ে রাখি, ও নিজেকে দুর্দান্তভাবে প্রমাণ করেছে।'
তবে দিনো মোরিয়া মেনে নেন যে জনের কাছে যখন 'ধুম' ছবির প্রস্তাব গিয়েছিল, তখন সত্যিই তার খারাপ লেগেছিল। তবে পরে দিনো এটাও মানেন যে 'ধুম'-এর কাস্টিং খুব ভালো হয়েছিল, আর জন ছবিতে খুব ভালো অভিনয় করেছেন।