বামেদের নতুন প্রজন্মের অন্যতম মুখ তিনি। লড়েছেন ভোটের ময়দানেও। যদিও সাফল্য আসেনি। এবার এ হেন বাম নেত্রী দীপ্সিতা ধর পা রাখলেন বিনোদন জগতে। হ্যাঁ, অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেছেন তিনি। দেখা যাচ্ছে কোন সিরিজে?
আরও পড়ুন : 'একটা থাপ্পড় লাগিয়ে আসব বাড়ি গিয়ে', কিরণের অভিযোগ খারিজ করতেই সায়ন্তকে জবাব দেবচন্দ্রিমার
অভিনয় জগতে দীপ্সিতা
সদ্যই অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে জিদ্দি গার্লস । প্রয়াত প্রীতিশ নন্দীর প্রযোজিত এই সিরিজেই কাজ করেছেন দীপ্সিতা। থুড়ি অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেছেন। রাজনীতির ময়দানের পর এবার যে তাঁর অভিনয় জগতে হাতেখড়ি হল সেটা বলাই যায়। এখানে দীপ্সিতা ধর ছাড়াও আছেন দিয়া দামিনী, নন্দিতা দাস, লিলেট দুবে, প্রমুখ।
এই জিদ্দি গার্লস নামক সিরিজটিতে উঠে আসবে মেয়েদের কলেজ এবং হোস্টেল জীবনের কথা । বাস্তবের মতো এখানেও দীপ্সিতাকে একজন আন্দোলনরত মেয়ের চরিত্রে দেখা গিয়েছে।
এই সিরিজে অভিনয় করার বিষয়ে দীপ্সিতা ধর আজকালকে জানিয়েছেন তিনি এই সিরিজের পরিচালক সোনালি বসুর অনুরোধেই কাজটি করেছেন। তিনি জানিয়েছেন, 'ওঁর একান্ত অনুরোধেই কাজটি করেছি । একজন অ্যাক্টিভিস্টের চরিত্র। একদম ব্যক্তিগত পরিসর থেকে কাজটা করেছি।' দীপ্সিতা জানিয়েছেন পঞ্চায়েত নির্বাচনের পর তাঁর হাত যখন ভেঙে গিয়েছিল সেই সময়ই তিনি ভাঙা হাত নিয়েই শ্যুটিং করেছিলেন কেবল সোনালি বসুর অনুরোধে ।
দীপ্সিতা এদিন আরও জানিয়েছেন কেউ যেমন চাইলেই রাজনীতিবিদ হতে পারেন না, তেমনই কেউ চাইলেই অভিনেত্রীও হতে পারেন না। এক সপ্তাহ তিনি শ্যুটিং করেছেন এই চরিত্রটির জন্য। দিল্লি এবং মুম্বইয়ে শ্যুটিং করেছেন বলেও জানিয়েছেন বাম নেত্রী।
আরও পড়ুন : 'রং মাখানোর জন্য সবাইকে জোর করতাম', ভালোবাসলেও ছেলে ঝিনুকের সঙ্গে কেন কখনও দোল খেলেননি শ্রাবন্তী?
আরও পড়ুন : সা রে গা মা পা -এর দুই বিজয়ীর মধ্যে রয়েছে এক নিবিড় যোগ ! জানেন দেয়াশিনী - অতনু একই গুরুর ছাত্র, কে তিনি?