সকলেই জানেন দীপ্সিতা ধর এবং শোভন গঙ্গোপাধ্যায় তুতো ভাই বোন। অর্থাৎ মামাতো পিসতুতো ভাই বোন তাঁরা। স্বাভাবিক ভাবেই দাদার বিয়েতে উপস্থিত হয়েছিলেন দীপ্সিতা। আর সেখানেই চোখে পড়ল তাঁর সঙ্গে তাঁর নতুন বৌদি সোহিনী সরকারের সমীকরণ।
আরও পড়ুন: শিকাগো বিমানবন্দরে পরমব্রতর সঙ্গে হঠাৎ দেখা ওয়াসিম আক্রমের সঙ্গে! তারপর...?
সোহিনী শোভনের বিয়ে প্রসঙ্গে দীপ্সিতা
সকলেই দীপ্সিতা ধরকে চেনেন। না, তিনি তাঁর দাদা বা বৌদির মতো বিনোদন জগতের সঙ্গে যুক্ত নন। তবে তিনি তরুণ বাম নেতাদের মধ্যে অন্যতম। এবার তিনি লোকসভা নির্বাচনে লড়াইও করেছেন শ্রীরামপুর থেকে। ১৫ জুলাই তিনি দাদা শোভনের বিয়েতে হাজির ছিলেন। আর এদিন গায়ে হলুদের সময় কী রঙের শাড়ি পরবেন না কোন শাড়ি পরবেন সবটাই ঠিক করে দিয়েছিলেন তাঁর বৌদি সোহিনী। হ্যাঁ, এমনটাই জানিয়েছেন দীপ্সিতা।
এই বাম নেত্রী এদিন তাবড় ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। সেখানে তাঁকে একটি ক্রপ টপের সঙ্গে হলুদ শাড়ি পরে থাকতে দেখা যাচ্ছে। এই ছবিটি পোস্ট করে দীপ্সিতা ক্যাপশনে লেখেন, 'যখন নতুন কনে ঠিক করে দেয় আজ সবাইকে হলুদ পরতে হবে।'
আরও পড়ুন: 'আশাপূর্ণা দেবী কে বোঝাতে পারব?' অবাঙালি প্রযোজকের কারণেই পড়ছে বাংলা ছবির মান! বিস্ফোরক দাবি শ্বাশতর
সোহিনী শোভনের বিয়ে
সোহিনী সরকার এদিন নিজেই তাঁদের বিয়ের একাধিক ছবি প্রকাশ্যে আনলেন। জানালেন তাঁদের সম্পর্কের অজানা কথাও। দেখা হওয়ার এক বছরের মধ্যেই যে তাঁরা গাঁটছড়া বাঁধলেন সেই কথাই এই পোস্টের মাধ্যমে সুস্পষ্ট করে দিলেন তিনি। সোহিনী একাধিক ছবি পোস্ট করে লেখেন, 'দেখা হওয়ার এক বছরে / একই সাথে একই ঘরে।' বিয়েতে সোহিনী পরেছিলেন পেয়াঁজি রঙের বেনারসি এবং সাদা ব্লাউজ। সঙ্গে সোনালি চোকার, তিন থাক হার, ঝুমকো পরেছিলেন। বাদ যায়নি তাঁর পছন্দের নোলক। টিকলিও পরেছিলেন এদিন অভিনেত্রী। খোঁপা সাজিয়েছিলেন জুঁই ফুলের মালায়। অন্যদিকে শোভন গঙ্গোপাধ্যায় এদিন সাদা পঞ্জাবি পরেছিলেন। তাঁদের দুজনের গলায় বেল ফুলের মালা দেখা যায়। আইনি বিয়ে সেরে এদিন অভিনেত্রীর সিঁথি রাঙিয়ে দেন শোভন। একটি ফার্ম হাউজে এদিন তাঁদের বিবাহ বাসর বসেছিল। সেখানেই তাঁদের কখনও পুকুর পাড়ে কখনও সিঁদুরদানের পর নানা পোজে ছবি তুলতে দেখা গিয়েছে।একটি ছবিতে সোহিনীকে সিঁদুর পরিয়ে তাঁর গালে চুমু খেতে দেখা যাচ্ছে শোভন গঙ্গোপাধ্যায়কে।