৮ অগস্ট না ফেরার দেশে পাড়ি দিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। গত ৯ অগস্ট তবে শেষ যাত্রার পর নীল রতন সরকার হাসপাতালে তাঁর মরদেহ দান করা হয়। আর সেই যাত্রায় কলকাতার কমরেডদের সঙ্গে পা মেলালেন স্কটল্যান্ডের এক বাসিন্দা। এদিন সেই ভিডিয়ো প্রকাশ্যে আনলেন দীপ্সিতা ধর।
কী পোস্ট করলেন দীপ্সিতা?
গত ৯ অগস্ট বৃষ্টিকে উপেক্ষা করেই বুদ্ধদেব ভট্টাচার্যর অন্তিম যাত্রায় পা মিলিয়েছেন হাজার হাজার মানুষ। রাজপথ লাল পতাকা এবং মানুষের ভিড়ে ছেয়ে গিয়েছিল। বিভিন্ন মানুষ বিভিন্ন উপায়ে শ্রদ্ধা জানিয়েছেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। তেমন ভাবেই এদিন স্কটল্যান্ডের এক বাসিন্দা কেলিয়ান যোগ দিয়েছিলেন এই যাত্রায়। এবং নিজের মতো করে নিজের ভাষায় গান গেয়ে শ্রদ্ধা জানান বুদ্ধদেব ভট্টাচার্যকে।
আরও পড়ুন: 'অতিরিক্ত হিংসা...', নন্দনে ঠাঁই পেল না রাতুলের কালিয়াচক! ক্ষুব্ধ পরিচালক কী বললেন?
এদিন দীপ্সিতা কেলিয়ানের সঙ্গে আলাপ করিয়ে দেয় ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেই পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, 'কেলিয়ান, স্কটল্যান্ড এর কমরেড, আমাদের কমরেড। আজ কলকাতায় কমরেড বুদ্ধদেব ভট্টাচাৰ্য এর শেষ মিছিলে গলা মিলিয়েছে। ইন্টারন্যাশনাল গান, ভাষা ভূগোলের সীমা পেরিয়ে। চিরভাস্বর! চিরন্তন!ব্যক্তিগত এবং আন্তর্জাতিক।' তাঁর এই ভিডিয়ো দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা।
আরও পড়ুন: কেবল ভাত - মাংস বা সিগারেট নয়, এই পদ পাতে পেলেই সবথেকে খুশি হতেন বুদ্ধদেব! কী বলুন তো?
কে কী লিখেছেন?
এক ব্যক্তি লেখেন, 'ভূগোলের সীমানা ছাড়িয়ে আদর্শ, এই জন্যই বেঁচে থাকা এই দেশে, আমি মরলেও এরম ভাবে ইন্টারন্যাশনাল গাইবে সবাই। লাল পতাকা দিয়ে অমর রহে অমর রহে বলবে। আহা এই মৃত্যুই চাই আমার।' আরেকজন লেখেন, 'এই জন্যই এটা আন্তর্জাতিক।' তৃতীয় ব্যক্তি লেখেন, ‘রাষ্ট্রীয় gun salute নয়, গান স্যালুটে বিদায় নিলেন আমাদের কমরেড।’
বুদ্ধদেবের শেষ যাত্রা
বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ এদিন পিস ওয়ার্ল্ড থেকে বের করে বিধানসভা, আলিমুদ্দিন সহ একাধিক জায়গায় ঘুরিয়ে শেষ পর্যন্ত নীল রতন সরকার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই বিকেল ৪টে নাগাদ তাঁর দেহদান করা হয়।