শোভন গঙ্গোপাধ্যায় আর সোহিনী সরকারে বিয়েতে দীপ্সিতা ধর মন কেড়ে নিয়েছে নেট-নাগরিকদের। সম্পর্কে মাসতুতো দাদা হন শোভন বামনেত্রীর। আর পাঁচটা বোনের মতো তিনিও যে দাদার বিয়ে নিয়ে কতটা উত্তেজিত ছিলেন, তা ধরা পড়েছে একাধিক ছবিতে। এবার দেখা গেল দীপ্সিতাকে দিল্লির পথে। অনেকের মনেই প্রশ্ন, শোভন-সোহিনীর সঙ্গেই ট্যুরে যাননি তো তিনি?
দাদার বিয়েতে চুটিয় আনন্দ করেছেন যুবনেত্রী। গায়ে হলুদে নিজেকে হলুদ শাড়িতে সাজিয়েছিলেন দীপ্সিতা। সঙ্গে সরু স্ট্র্যাপের গোলাপি ব্লাউজ। চোখে কালো চশমা। ক্যাপশনে লিখেছিলেন, ‘যখন কনে সকলকে হলুদ শাড়ি পরার নির্দেশ দেয়।’ এরপর সদ্য বিয়ে করা, নতুন বউদির সঙ্গেও একটি ছবি দেন সোশ্যাল মিডিয়াতে। আর ক্যাপশনে লেখেন, ‘একসাথে ভালো থাকার পথ চলা।’ বোন আর বউয়ের ছবি তুলে দিয়েছিলেন খোদ শোভনই। বিয়ের অনুষ্ঠান থেকে আরও কিছু ছবি ইনস্টাগ্রামে দেন দীপ্সিতা।
দেখুন সেই পোস্টগুলি-
রবিবার দিল্লি থেকে ছবি শেয়ার করেছেন দীপ্সিতা। তবে এবার আর দাদা-বউদি সঙ্গে নেই। বরং, নিজস্ব কাজেই সেখানে গিয়েছেন। বর্তমানে বামনেত্রী জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে পপুলেশন স্টাডিজে পিএইচডি করছেন। হাওড়ার এই মেয়ে এর আগে দক্ষিণ কলকাতার আশুতোষ কলেজ থেকে ভূগোলে স্নাতক পাশ করেন।
আরও পড়ুন: আথিয়াকে সিনেমায় নামানোর ‘মূল্য’, কত কোটির বাংলো মুকেশ ছাবড়াকে দেন সুনীল?
কিছুদিন আগে এক সাক্ষাৎকারে, দীপ্সিতা জানিয়েছিলেন গতানুগতিক ভারতীয় পরিবারে যেমনটা হয়ে থাকে, সকলেই মেয়ের বিয়ে নিয়ে খুব উঠে পড়ে লেগেছে। তবে তাঁর পরিবারে মোটেও তেমনটা হয়না। এমনকী, পরিবারের থেকে বিয়ের কথাও তোলা হয় না। মাস কয়েক আগে এক সাক্ষাৎকারে তিনি ইঙ্গিত দিয়েছিলেন, সম্পর্কে রয়েছেন। তবে সেই মানুষটির নাম ফাঁস করেননি যুবনেত্রী।
আরও পড়ুন: বছরে ৭ কোটি রোজগার! কার চাকরি ছেড়ে শাহরুখ খানের ম্যানেজার হন পূজা দাদলানি
প্রেমিক সম্পর্কে বলেছিলেন, ‘আমরা দুজনেই ঠিক করে উঠতে পারিনি আমাদের আগামী ৫টা বছর, ১০টা বছর আমরা কেমন করে কাটাব। সেটা যদি হয়ে যায়, সেখানে গিয়ে যদি দুজনের কোনও একটা জায়গায় তালমিলের জায়গায় আসতে পারে তাহলে নিশ্চয়…।’
আরও পড়ুন: ‘ভালো বাবা কখনোই…’! বিস্ফোরক স্নেহাশিসের ১ম স্ত্রী, কী লিখলেন সৌরভের পুরনো বউদি
গত ১৫ই জুলাই সইসাবুদ করে বিয়ে করেছেন শোভন গঙ্গোপাধ্যায় আর সোহিনী সরকার। বাওয়ালির ফার্ম হাউজে বসেছিল বিয়ের আসর। শোভন এর আগে সম্পর্কে ছিলেন ইমন চক্রবর্তী ও স্বস্তিকা দত্তের সঙ্গে। সোহিনীর দীর্ঘদিনের প্রেম ভাঙে রণজয় বিষ্ণুর সঙ্গে।