একদিকে যখন বিয়ে ভাঙার খবরের ছড়াছড়ি তখনই নতুন জীবনের পথে পা বাড়িয়েছেন সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়। দুজনেরই একটা অতীত রয়েছে, সে-সব ভুলে পরস্পরকে আগলে রাখার শপথ নিয়েছেন দুজনে। আরও পড়ুন-সোহিনীকে বিয়ে করায় 'কাঞ্চন লাইট' তকমা শোভনকে! কটাক্ষের জবাবে ফুঁসলেন তারকা বিধায়ক
গত সোমবার বাওয়ালি ফার্ম হাউজে বসেছিল দুজনের বিয়ের আসর। পরিবার ও কাছের বন্ধুদের উপস্থিতিতে চার হাত এক হয়েছে শোভন-সোহিনীর। নিয়ম মেনে বুধবার শোভনের বেলুড়ের বাড়িতে অনুষ্ঠিত হয়েছে শোভন-সোহিনীর বউভাত। শোভন-সোহিনীর প্রেম কাহিনির সাক্ষী দীপ্সিতা। বিয়ের সব অনুষ্ঠানেই সামিল হয়েছেন তিনি।
দীপ্সিতা-সোহিনীর সম্পর্কের সমীকরণ এতদিনে তো সকলেই জানেন। শোভনের আদরের বোন সিপিআইএমের যুবনেত্রী। দীপ্সিতার মাসির ছেলে শোভন। দাদার বিয়েতে চুটিয়ে আনন্দ করেছেন বামনেত্রী। সোহিনীর সঙ্গে কেমন জমলো বন্ধুত্ব? নিউজ এইটিনকে দেওয়া এক সাক্ষাৎকারে দীপ্সিতা জানান, 'আমার আর দাদানের (শোভন) বেড়ে ওঠা আর সোহিনীদির বেড়ে ওঠা অনেকটা এক রকম।’
দীপ্সিতার কথায়, তাঁরা কেউই তারকা পরিবারের অংশ নন। তাঁদের মূল্যবোধ একইধরণের। তাই সহজেই সোহিনী মিলে মিশে গিয়েছে পরিবারে। নাচ, গান, হুল্লোড় করেই কাটছে সময়।
বিয়ের সকালে সোহিনীর নির্দেশ মতো ‘রায়বাঘিনী ননদিনি’ সেজেছিলেন হলুদ শাড়িতে। সরু স্ট্রাপের শর্ট কুর্তার সঙ্গে গোলাপি পাড় হলুদ শাড়িতে ঝলমলে দীপ্সিতা। গায়ে হলুদের আসরে অভিনেত্রী ঊষসী চক্রবর্তীর সঙ্গেও পোজ দিতে দেখা গিয়েছে তাঁকে।
কোটি টাকার উপহার এর কাছে মিছে! দাদা-বাউদি শোভন-সোহিনীকে বিয়েতে কী দিলেন দীপ্সিতা
বউভাতেও বৌদিমণির সঙ্গে রং মিলিয়েই সেজেছিলেন দীপ্সিতা। পিঁয়াজের খোলার রঙা তাঁত শাড়িতে ঝলমলে নেত্রী। সঙ্গে কালো স্লিভলেস ব্লাউজ। দাদানের পাশে দাঁড়িয়ে হাসিমুখে পোজ দিলেন।
বিয়ের আগের দিন বাওয়ালি ফার্ম হাউসে জমিয়ে পুলপার্টি করেন শোভন-সোহিনী। সেখানেও দেখা মিলেছে দীপ্সিতার। দাদানের বিয়ের কোনও মূহূর্ত থেকেই দূরে থাকেননি তিনি।
ঘরোয়া বউভাতে সোহিনী-শোভনের হাতে উপহার তুলে দেন দীপ্সিতা। ছবিতে দেখা গেল দুটি চেয়ারে পাশাপাশি বসে আছেন নব দম্পতি। আর হাতে ধরে আছেন একটি ফোটোফ্রেম। তবে ভিতরে রয়েছে একটি পেইন্টিং। যেখানে ফুটে উঠেছে শোভন আর সোহিনীর মুখ। তবে দীপ্সিতার আঁকা নয় এটি, নির্মাতার নাম ট্যাগ করে দিয়েছেন তিনি পোস্টে। ছবিখানা সৌরিন দাসের। দাদার বিয়ে তো মিটলো, বোনের পালা কবে? জানিয়ে রাখি, বসয়ে শোভনের চেয়ে এক বছরের ছোট দীপ্সিতা।