বাংলা নিউজ > বায়োস্কোপ > Bohurupi: ‘পশ্চিমবঙ্গে আজ আর বহুরূপীরা লোকশিল্পী নন, পথের ভিখারি হয়েছেন…’,ননীচোরা দাস বাউলের সঙ্গে আলাপ করালেন শিবপ্রসাদ

Bohurupi: ‘পশ্চিমবঙ্গে আজ আর বহুরূপীরা লোকশিল্পী নন, পথের ভিখারি হয়েছেন…’,ননীচোরা দাস বাউলের সঙ্গে আলাপ করালেন শিবপ্রসাদ

বহুরূপী-র সঙ্গে আলাপ করালেন শিবপ্রসাদ, কী লিখলেন?

‘সাধারণত বহুরূপী বলতে যেটা বোঝা যায়, রং মেখে নানারকম মানুষ সেজে এরা লোকালয়ে মানুষদের মধ্যে মিশে থাকে। অনেকে বলে বীরভূমে বহুরূপীদের বেশি পাওয়া যায়। পশ্চিমবঙ্গে বহুরূপী সম্প্রদায় লোকশিল্পী। যদিও বর্তমানে আনুমানিক মোটে ১০৮ জন পড়ে আছেন। বিলুপ্তপ্রায়। ঠিক যেমন ভাবে প্রাণী বহুরূপীও বিলুপ্তির পথে।’

পুজোয় আসছে 'বহুরূপী'। আবির চট্টোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়, কৌশানি মুখোপাধ্যায় অভিনীত 'বহুরূপী'র টিজার ইতিমধ্যেই সামনে এসেছে। এই ছবির হাত ধরে অন্য ধাঁচের গল্প বলতে চলেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়-নন্দিতা রায়। তবে তার আগে ফেসবুকের পাতায় ‘বহুরূপী’র সঙ্গে আলাপ করিয়েছেন, 'বহুরূপী'র গল্প তুলে ধরেছেন শিবপ্রসাদ।

ঠিক কী লিখেছেন পরিচালক, অভিনেতা?

শিবপ্রসাদ লেখেন, ‘ইনি বহুরূপী শিল্পী। আমাদের ‘বহুরূপী’ সিনেমায় অভিনয়ও করেছেন, গানও গেয়েছেন, কথাও দিয়েছেন, সুরও করেছেন। ওঁর নাম ননীচোরা দাস বাউল। প্রথমবার কোনও বহুরূপী শিল্পী সিনেমায় প্লে-ব্যাক করলেন এবং অভিনয় করলেন। সাধারণত বহুরূপী বলতে যেটা বোঝা যায়, রং মেখে নানারকম মানুষ সেজে এরা লোকালয়ে মানুষদের মধ্যে মিশে থাকে। অনেকে বলে বীরভূমে বহুরূপীদের বেশি পাওয়া যায়। পশ্চিমবঙ্গে বহুরূপী সম্প্রদায় লোকশিল্পী। যদিও বর্তমানে আনুমানিক মোটে ১০৮ জন পড়ে আছেন। বিলুপ্তপ্রায়। ঠিক যেমন ভাবে প্রাণী বহুরূপীও বিলুপ্তির পথে। এরা লোকশিল্পী। এরা পুরাণের কথা, পঞ্চতন্ত্রের কথা, দেব-দেবীর কথা গান গেয়ে মানুষের ঘরে ঘরে বলে বেড়ান। অনেকটা কথকঠাকুরের মতন। শোনা যায় ব্রিটিশ আমলে বিপ্লবীদের ধরার জন্য ব্রিটিশ পুলিশ বহুরূপীদের ব্যবহার করত। আমাদের দেশের পুলিশও ডাকাত ধরবার জন্য বহুরূপীদের ব্যবহার করত। আমাদের সিনেমায় বহুরূপী কী ভাবে থাকবেন সেটা পর্দাতেই দেখতে পাবেন। পশ্চিমবঙ্গে আজ আর বহুরূপীরা লোকশিল্পী নন, পথের ভিখারি হয়েছেন। বাসে কোনো বহুরূপী শিল্পী উঠলে আজ তাকে নামিয়ে দেওয়া হয়। আমি চাইব ননীর গান, ননীর সুর আপনারা শুনবেন। আশা করব আপনাদের ভালো লাগবে।’

প্রসঙ্গত, শুধু বিলুপ্তপ্রায় বহুরূপী শিল্পীকে দিয়ে অভিনয় করানো, প্লে-ব্যাক করানোই নয়। বর্তমানে আরজি কর কাণ্ডে পর টলিপাড়ায় যখন এক পুরুষ মেকআপ শিল্পীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে, ঠিক তখনই নিজের ছবির কাজের জন্য এক মহিলা মেকআপ শিল্পীকে জায়গা করে দিয়েছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। এই ছবির জন্য শিবপ্রসাদের লুকও তাঁর হাতেই তৈরি।

বেশকিছুদিন আগে সেই মেকআপ শিল্পীর সঙ্গে আলাপ করিয়ে দিয়ে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ফেসবুকের পাতায় লেখেন, ‘পাপিয়ার গল্পটা একটু অন্যরকম। পাপিয়া ফ্যাশন শুট করতো প্রথমে, পরে ও সিনেমায় মেকআপ করতে আসে। মহিলা মেকআপ আর্টিস্ট পুরুষদের মেকআপ করবে, মহিলা মেকআপ আর্টিস্ট প্রস্থ্যাটিকের কাজ করবে সেই সুযোগই তো কেউ দেবে না। বহু পুরুষ টেকনিশিয়ান, পুরুষ মেকআপ আর্টিস্ট কিন্তু পাপিয়াকে জায়গা দেয়নি। এইসবই শোনা কথা, পাপিয়া নিশ্চয়ই ওর মনের কথা কোনদিন বলবে। আমাকে যে অন্যরকম লেগেছে, আমার বহুরূপীর রূপ যে দর্শকদের ভালো লেগেছে তার নেপথে যে ম্যাজিশিয়ান সে হলো, পাপিয়া চন্দ।’

বহুরূপী ছবিটি পুজোর সময় পঞ্চমীর দিন ৮ অক্টোবর মুক্তি পাচ্ছে বড় পর্দায়। ছবিটির পরিচালনা করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

সাফারি বাসের জানালা দিয়ে উঁকি দিল লেপার্ড, ভয়ে কাঁটা পর্যটকরা বর্ডার গাভাসকর সিরিজ জয়ই লক্ষ্য! অস্ট্রেলিয়ায় ইন্ডিয়া এ দলের সঙ্গে ম্যাচ ভারতের… ভোটে জিততেই ভিনেশকে বজরংয়ের শুভেচ্ছা! পিটি ঊষা ভুলতে পারেননি অলিম্পিক্সের অপমান ‘সবই তো বুঝলাম বউ…’, বিয়ের পর প্রথম পুজো,রোম্যান্টিক মুডে কৌশাম্বি! নালিশ আদৃতের 'সিস্টেমের জন্যই ফস্কে গেল জয়…' হরিয়ানার কংগ্রেস যেন বাংলার বিজেপি 'একাধিক কারণেই…' আশ্বিনে বিয়ে করার কারণ খোলসা করলেন রূপসা, কবে যাচ্ছেন হানিমুনে গণইস্তফা দিয়ে চাপ বাড়ালেন ডাক্তাররা, নবান্ন দিল কড়া বার্তা, কারা রইলেন চাপে? '৩৭০ ধারা সরালে কাশ্মীর জ্বলবে ভেবেছিল অনেকে, কিন্তু আরও সুন্দর হয়ে উঠেছে' জঙ্গি হামলায় হারিয়েছেন বাবাকে, উপত্যকায় বাজিমাত বিজেপির সেই মহিলা প্রার্থীর টেক্কার প্রিমিয়ারে রাজকীয় লুকে দেব-রুক্মিণী, হাজির টোটাও

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.