হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পরিচালক অনিন্দিতা সর্বাধিকারী। জানা যাচ্ছে, শুক্রবার আচমকাই এমন অঘটন ঘটে। তৎক্ষণাৎ তাঁকে বিধাননগরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থতার খবর নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন অনিন্দিতা। পাশাপাশি, যাতে কেউ তাঁর নম্বরে ফোন করে খোঁজ-খবর না নেন, সেই অনুরোধও করেছেন অনিন্দিতা। তাতে তাঁর বৃদ্ধ বাবা ও ছেলে অকারণ, চিন্তা করতে পারেন, সেকারণেই এই অনুরোধ করেছেন অনিন্দিতা।
কিন্তু এখন কেমন আছেন অনিন্দিতা সর্বাধিকারী? পরিচালক জানিয়েছেন, শনিবার তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে। তবে অসুস্থতা, অস্ত্রোপচারও তাঁর মুখের হাসি কাড়তে পারেনি। অনিন্দিতা সর্বাধিকারী লিখেছেন, ‘হার্টের একটি ধমনীর রক্তচলাচল সম্পূর্ণরূপে অবরুদ্ধ হয়েছিল। অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে। তবে এখন ধমনীর রক্তচলাচল সম্পূর্ণ ঠিক আছে।… এই তো এখনও আমি হাসছি।’ তাঁরই পোস্ট থেকে জানা যাচ্ছে, তাঁর অস্ত্রোপচার করেছেন ডঃ হেমা রথ।
বৃহস্পতিবারও সুস্থও ছিলেন পরিচালক অনিন্দিতা সর্বাধিকারী। শুক্রবার হঠাৎই বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। তবে অসুস্থতাও দমাতে পারেনি পরিচালককে। অনিন্দিতা সর্বাধিকারী অবশ্যই সাহসী ও স্বাধীন জীবন-যাপনে অভ্যস্ত। আর সেই কারণেই বিয়ে না করেও IVF পদ্ধতিকে মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন পরিচালক। সেসময় তাই সমাজের কিছু রক্ষণশীল লোকজনের সমালোচনার মুখোমুখিও হতে হয়েছিল তাঁকে। তবে তখনও হাসিমুখেই সবটা সামাল দিয়েছেন পরিচালক।