অনুরাগ কাশ্যপের মেয়ে আলিয়া কাশ্যপ সম্প্রতি প্রেমিক শেন গ্রেগোয়ারের সাথে গাঁটছড়া বাঁধেছেন। দম্পতির বিয়ের অন্দরের ছবি ও ভিডিয়ো ইন্টারনেটে রীতিমতো ভাইরাল। আলিয়া মণ্ডপের দিকে হেঁটে যাওয়ার সময় তাঁর বিদেশি বর শেনকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। সেই নিয়ে শেনকে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করেন অনেকেই। কেউ বলেন, ‘ছিঁচকাদুনি’, কেউ আবার বলে বসলেন- ভাইরাল হতেই নাকি অনুরাগ কশ্যপের জামাই এমনটা করেছেন। এবার জামাইয়ের হয়ে ব্যাট ধরলেন পরিচালক।
শেন গ্রেগোয়ারের পক্ষে সাফাই গাইলেন অনুরাগ
শেন গ্রেগোয়ারের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়তেই নেটিজেনরা তাঁকে কাঁদুনি বলে ট্রোল করেন। তবে অনুরাগ কাশ্যপ তার পক্ষ নিয়ে একটি পোস্টে মন্তব্য করেছেন, ‘আমার জামাই সংবেদনশীল মানুষ এবং তিনি যেভাবে আমার মেয়েকে ভালবাসেন তা খুব বিশেষ। সুতরাং যারা মনে করেন এটি একটি প্রবণতা বা তিনি ভাইরাল হওয়ার জন্য এটি করছেন তাদের জন্য দুঃখিত। এর চেয়ে ভালো জামাই আমি চাইতে পারতাম না। শেন আলিয়ার কাছে যতটা ভালো আমি তার অর্ধেকও নই।’
কেন ট্রোলড হলেন শেন গ্রেগরি?
ভিডিওতে দেখা যাচ্ছে, আলিয়া কাশ্যপ তাঁর বরযাত্রী খুশি কাপুর, সাক্ষী শিবদাসানি, ইমতিয়াজ আলির মেয়ে ইদা আলি, করিমা ব্যারি, মুসকান চানানা, মনিকা মালকানি এবং পার্ল মালিকের সঙ্গে করিডোর দিয়ে হেঁটে যাচ্ছেন। তাকে দেখে শেন গ্রেগোয়ার আবেগঘন হয়ে পড়েন এবং চোখে জল দেখতে দেখা যায়। এরপরে দম্পতি বরমালা অনুষ্ঠান শুরুর আগে একে অপরকে আলিঙ্গন করেছিলেন।
অনুরাগ কাশ্যপের এই উত্তর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। রেডিট ব্যবহারকারীদের মধ্যে একজন অনুরাগের এই দৃষ্টিভঙ্গিকে 'মিষ্টি' বলে অভিহিত করেছেন এবং বলেছেন, ‘বাহ এটি সত্যই মিষ্টি। মানুষ কি সত্যিকারের আবেগ প্রকাশের জন্য তাকে ট্রোল করছে?’ আরেকজন মন্তব্য করেছেন, ‘আলিয়া ও শেন একে অপরের জন্য খুবই ভালো।’
আলিয়া কাশ্যপ একজন কনটেন্ট ক্রিয়েটার এবং ইউটিউবার। অনুরাগ ও তাঁর প্রথম স্ত্রী আরতি বাজাজের একমাত্র মেয়ে তিনি। একটি ডেটিং সাইটে শেন গ্রেগোয়ারের সাথে আলাপ অনুরাগ-কন্যার এবং এই বছরের শুরুর দিকে মুম্বইয়ে এই দম্পতি বাগদান সেরেছিলেন। অবশেষে ১১ ডিসেম্বর গাঁটছড়া বাঁধেন দুজনে। তাদের বিবাহোত্তর সংবর্ধনায় নওয়াজউদ্দিন সিদ্দিকি, কালকি কোয়েচলিন, নাগা চৈতন্য-শোভিতা ধুলিপালা, সুহানা খান-সহ আরও অনেক বলিউড সেলিব্রিটি উপস্থিত ছিলেন।