বাংলা নিউজ > বায়োস্কোপ > করোনা আক্রান্ত হয়ে প্রয়াত ‘মা’ সিরিয়াল খ্যাত পরিচালক দেবীদাস ভট্টাচার্য

করোনা আক্রান্ত হয়ে প্রয়াত ‘মা’ সিরিয়াল খ্যাত পরিচালক দেবীদাস ভট্টাচার্য

প্রয়াত দেবীদাস ভট্টাচার্য 

করোনা আক্রান্ত হয়ে প্রয়াত পরিচালক, অভিনেতা দেবীদাস ভট্টাচার্য।

২০২০ সাল শেষ হওয়ার আগে আরও এক সদস্যকে হারাল টলিগঞ্জ। অতিমারী করোনার গ্রাসে পড়েই মৃত্যু হল পরিচালক, অভিনেতা, নাট্যকর্মী দেবীদাস ভট্টাচার্যের। গত কয়েক দিন ধরেই ভেন্টিলেশনে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন পরিচালক। তবে রবিবার সব লড়াইয়ে ইতি টেনে না-ফেরার দেশে পারি দিলেন দেবীদাস ভট্টাচার্য। চলতি মাসের শুরুতেই করোনা আক্রান্ত হন শিল্পী। বর্তমানে ভর্তি ছিলেন ঢাকুরিয়ায় অবস্থিত এক বেসরকারি হাসপাতালে। তাঁর মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী।

অভিনেত্রী ফেসবুকের দেওয়ালে লেখেন-'ভদ্র, মার্জিত, শিক্ষিত, সুন্দর, সুপুরুষ, ভালো মানুষ, সু অভিনেতা, সু পরিচালক.... এই এতগুলো বিশেষণ একটা মানুষের নামের পাশে দেওয়া যায়, এমন মানুষ প্রায় বিরল ই ছিলো। তাই খানিক অবহেলিত ও কোণঠাসা ও। সেটাই স্বাভাবিক হয়ে উঠছে ক্রমশঃ। আরো বিরল হয়ে গেলো। Debidas Bhattacharyya ও চলে গেলো। মিছিল থামছেই না.........'

পরিচালকের একটি কিডনি না থাকায় তাঁর শারীরিক পরিস্থিতি শুরু থেকেই জটিল ছিল। দিন দশেক আগেই ভেন্টিলেশনে দেওয়া হয়েছিল দেবীদাস ভট্টাচার্যকে। এর আগে পরিচালকের স্ত্রী  স্ত্রী অনিন্দিতা সেনগুপ্ত জানিয়েছিলেন, গত ২ ডিসেম্বর অসুস্থবোধ করেন দেবীদাস ভট্টাচার্য। জ্বর-সর্দি-কাশির মতো সমস্যা দেখা যায়। শুরুতে বাইপাসের ধারে এক হাসপাতালে ভর্তি ছিলেন পরিচালক তবে স্ত্রীর অভিযোগ সেখানে সঠিক পরিষেবা মিলছিল না। তাই ঢাকুরিয়াতে স্বামীকে স্থানান্তরিত করবার সিদ্ধান্ত নেন তিনি। ক্রিসমাসের আগের রাতে পরিচালকের অবস্থার মারাত্মক অবনতি ঘটে। তাঁর ফুসফুস সঠিকভাবে কাজ করা বন্ধ করে দিয়েছিল। ১০০ শতাংশ অক্সিজেন সাপোর্টে ছিলেন তিনি। 

অসুস্থ হওয়ার আগে পর্যন্ত আকাশ-৮ এ বৃদ্ধাশ্রম-২ এর শ্যুটিং সারছিলেন তিনি, সর্দি-কাশি হলে সেটে যাওয়া বন্ধ করে দেন। চ্যানেল কর্তৃপক্ষের নির্দেশেই কোভিড-১৯ টেস্ট করিয়েছিলেন দেবীদাস এবং সেই রিপোর্ট পিজিটিভ আসে। 

একাধিক জনপ্রিয় মেগা ধারাবাহিকের পরিচালক হিসাবে কাজ করেছেন দেবীদাস ভট্টাচার্য, বাংলা টেলিভিশনের কালজয়ী ধারাবাহিক ‘মা.. তোমায় ছাড়া ঘুম আসেনা’ সহ ‘রাগে অনুরাগে’, ‘বৃদ্ধাশ্রম’-এর মতো মেগার পরিচালনার দায়িত্বভার সামলেছেন তিনি। অভিনয়ের ক্ষেত্রে নতুন মুখেদের সুযোগ দেওয়ার ক্ষেত্রে দেবীদাস ভট্টাচার্যের জুড়ি মেলা ভার। ইন্ডাস্ট্রির বহু প্রতিষ্ঠিত অভিনেতার কেরিয়ার গড়ে দিয়েছেন তিনি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া টলিগঞ্জে।

বায়োস্কোপ খবর

Latest News

মস্কোয় সন্ত্রাসী হামলার পর এখনও নিঁখোজ প্রায় ১০০ ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমরা ২ লাখেরও বেশি হারব’‌, বিজেপি নেতার মন্তব্যে আলোড়ন ‘আশা করছি প্রত্যেকের অধিকার…’কেজরিওয়াল গ্রেফতারে মুখ খুলল রাষ্ট্রসংঘ চিন্তা উড়িয়ে বাম্পার চাকরি পেল IIM-এর পড়ুয়ারা, গড়ে ৩২ লাখের প্যাকেজ NDA-তে যোগের ৮ মাসে প্রফুলকে ক্লিনচিট CBI-এর, 'ওয়াশিং মেশিনে ধোলাই', খোঁচা TMC-র ২৩৮ বার হেরেও ‘ঘায়েল’ হননি, লড়াকু পদ্মরাজন এবারও দাঁড়াচ্ছেন ভোটে ‘স্ত্রী হিসেবে ০...’ প্রেম করে বিয়ে, তবুও কেন টিকল না রচনা-সিদ্ধান্তের সংসার? হাজিরা দেওয়া সত্ত্বেও শোকজ ভোটকর্মীরা, অভিযোগ নির্বাচন কমিশনের বিরুদ্ধে 'ওর মতে আমি…', নির্বাচনের আগেই আত্মবিশ্বাসী সায়নী! কী বললেন বন্ধু রাজ? হবে ঝড়বৃষ্টি, জারি সতর্কতা, এরই মধ্যে দক্ষিণবঙ্গে পারদ ছুঁতে পারে ৪০ ডিগ্রি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.