বাংলা নিউজ > বায়োস্কোপ > ওটিটিতে রবিনসন স্ট্রিট কাণ্ড নিয়ে আসছেন কমলেশ্বর, সিরিজে পার্থ দে-র ভূমিকায় কে?

ওটিটিতে রবিনসন স্ট্রিট কাণ্ড নিয়ে আসছেন কমলেশ্বর, সিরিজে পার্থ দে-র ভূমিকায় কে?

এবার পর্দায় রবিনসন কাণ্ড

রবিনসন স্ট্রিট কাণ্ড নিয়ে এবার ডকু সিরিজ তৈরি করছেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। জোর কদমে চলছে কাজষ 

২০১৫-র ১০ জুন। কলকাতার রবিনসন স্ট্রিটের একটি বাড়ির বাথরুম থেকে উদ্ধার হয়েছিল ৭৭ বছরের এক ব্যক্তির আগুনে পোড়া দেহ। সেখানে গিয়ে পুলিশ জানতে পারে, মৃত ব্যক্তির ছেলে পার্থ দে (Partha De) তাঁর দিদির কঙ্কালের সঙ্গে মাসের পর মাস ওই বাড়িতে রয়েছেন। শুধু তাই নয়, দিদি-কে খেতে পর্যন্ত দিত ভাই। এই ঘটনায় হইচই পড়ে যায় সংবাদমাধ্যমে। এবার সেই ঘটনা উঠে আসবে ওয়েব সিরিজে। সৌজন্যে পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় (Kamaleshwar Mukherjee)। 

এক টেলিভিশন চ্যানেলকে পরিচালক জানান, কোনও থ্রিলারধর্মী সিরিজ নয়, বরং সত্যঘটনা অবলম্বনে একটি ডকু ড্রামা তৈরি করতে চলেছেন তিনি। মানসিক স্বাস্থ্য নিয়ে একটি ডকু সিরিজ তৈরি করছেন ‘রক্তপলাশ’ পরিচালক, সেই সিরিজের প্রথম সিজনের কেন্দ্রে পার্থ দে ও রবিনসন স্ট্রিট কাণ্ড। সিরিজে পার্থ দে-র ভূমিকায় কাকে দেখা যাবে তা এখনও ঠিক হয়নি। 

পরিচালকের কথায়, ‘আমাদের সমাজে মানসিক অস্থিরতা বা মানসিক স্বাস্থ্য নিয়ে মানুষ ওয়াকিবহাল নয় কিন্তু সমাজে মানসিক বিকার ক্রমশই বাড়ছে। তাই এটা নিয়ে একটা কাজ করার ইচ্ছে ছিল।’

রবিনসন স্ট্রিট কাণ্ড নিয়ে অনেক বিভ্রান্তি আছে মানুষের মনে, তা দূর করতে চান টলিউডের ডাক্তারবাবু। এই ঘটনাকে খুব কাছ থেকে যাঁরা দেখেছেন , সেই সব সমাজকর্মী, মনোবিদ, আইনজীবী, এমনকী পুলিশ বিভাগের কর্তাদের দৃষ্টিভঙ্গি থাকবে এই ডকু সিরিজে। ঠিক হয়নি সিরিজের নাম, ওয়ার্কিং টাইটেল 'I Am noন  killer', এটা পার্থ দে-র বায়োগ্রাফির শেষ লাইন।  

পার্থ দে-র বিরুদ্ধে অভিযোগ ছিল ইচ্ছাকৃতভাবে দিদির মৃত্যুর খবর চেপে যাওয়া। দিদির মৃতদেহ ছ’মাস ঘরে রেখে দিয়েছিলেন। যা থেকে এলাকায় রোগ ছড়ানোর আশঙ্কা ছিল। স্কিৎজোফ্রেনিয়া আক্রান্ত পার্থ দে ঘটনার পর বেশকিছুদিন মানসিক হাসপাতালে (পাভলভ) ছিলেন। এরপর ‘মিশনারিজ অব চ্যারিটি’-র হোমে থাকেন বেশকিছু দিন। পরে খিদিরপুরের এক ফ্ল্যাটে থাকছিলেন রবিনসন কাণ্ডের মূল অভিযুক্ত। ২০১৭ সালের ফেব্রুয়ারির মাসে নগর দায়রা আদালতে কঙ্কাল-কাণ্ডের চার্জ গঠন হওয়ার মাত্র দু-দিন আগে খিদিরপুরের ফ্ল্যাটের বাথরুম থেকে উদ্ধার হয় পার্থ দে-র মরদেহ। এর সঙ্গেই চিরতরের মতো শেষ হয় রবিনসন স্ট্রিট কাণ্ড। একমাত্র অভিযুক্তের মৃত্যুতে চার্জ গঠনের আগেই শেষ হয় মামলা। 

এই ঘটনাই ওটিটি প্ল্যাটফর্মে নিয়ে হাজির হবেন কমলেশ্বর মুখোপাধ্যায়। ডার্ক এনার্জি নামের সংস্থার ব্যানারে তৈরি হচ্ছে এই ডকু সিরিজ, যা তৈরির কাজ আগামী এক-দেড় মাসেই শেষ হবে। 

বন্ধ করুন