শিলাজিৎ আমায় ডাকে 'শয়তান খোপরি বলে। ও নিজে কি কম শয়তান খোপরি?' হঠাৎ শিলাজিৎ-এর উদ্দেশ্যে এমনই মন্তব্য করে বসলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। কী আবার হল? ঝগড়া নাকি! শিলাজিৎকে নিয়ে কৌশিক গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্য ঘিরে শোরগোলপড়ে গিয়েছে। তাও আবার প্রকাশ্যে, তাই নেটনাগরিকদের একযোগে প্রশ্ন, ওদের কী আবার হল!
তাহলে একটু খোলসা করে বলাই ভালো…
কৌশিক গঙ্গোপাধ্যায় আর শিলাজিৎ মজুমদারের বন্ধুত্ব আসলে বহু পুরনো। তবে শিলাজিৎই প্রথম পরিচালক কৌশিককে ‘শয়তান খোপরি’ বলে ডাকা শুরু করেন। তবে কৌশিকের দাবি, শিলাজিৎ যেটা আমায় বলে, ও নিজেও আসলে সেটা। আসলে এসব শুনে অবাক হবেন না, পুরোটাই আসলে দুই পুরনো বন্ধুর খুনসুটি। বিষয়টা মোটেও সিরিয়াস ঝগড়া নয়।
সম্প্রতি কৌশিক গঙ্গোপাধ্যায়ের আগামী ছবি 'অযোগ্য'তে অভিনয় করেছেন শিলাজিৎ মজুমদার। এখানে তিনি অভিনেতা। তাঁর অভিনয়ে প্রশংসা করেই আসলে এমন পোস্ট করেছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। ঠিক কী লিখেছেন তিনি?
কৌশিক গঙ্গোপাধ্যায় লেখেন, ‘দুই অযোগ্য মেম্বার! শিলাজিৎ আমায় ডাকে শয়তান খোপরি বলে। আমার মাথায় নানান আইডিয়া আসে বলে নাকি। ও নিজে কি কম শয়তান খোপরি? কতো কি করে ও!!! অযোগ্য দেখলে সবাই বুঝবেন ও কতো ভালো ও শয়তান অভিনেতা।’ সবশেষে লেখেন, ‘অযোগ্য আসছে ৭ই জুন । ট্রেলারটা দেখেছেন? টাইপ করবেন Ajogyo trailer!’ এই পোস্টের সঙ্গে শিলাজিতের সঙ্গে একটা মজার ছবিও পোস্ট করেন পরিচালক।
এদিকে কিছুদিন আগে শিলাজিৎ-এর একটা পোস্টেও কমেন্ট করেছিলেন পরিচালক কৌশিক। যেখানে ঋদ্ধি বড়ুয়ার চ্যালেঞ্জ গ্রহণ করে Head Stand-এর ভিডিয়ো পোস্ট করেন গায়ক। আর তাতে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের কমেন্ট ছিল। ‘তুই ফাটাফাটি তো!!! এই বিষয়ে আমি সত্যি অযোগ্য।’ এমনই বহুবার তাঁদের একে অপরকে সোশ্যাল মিডিয়া পোস্টে কমেন্ট করতে দেখা যায়।
প্রসঙ্গত 'অযোগ্য'তে নায়ক-নায়িকা আসলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-ঋতুপর্ণা সেনগুপ্ত। এটা এই জুটি ৫০তম ছবি। তবে এই ছবিতে ঋতুপর্ণার স্বামীর ভূমিকায় দেখা যাবে শিলাজিৎকে। ছবিতে তাঁদের তিন চরিত্র জটিল সম্পর্কের আবর্তে ঘুরপাক খাবে। ছবিতে ঋতুপর্ণার চরিত্রে নাম পর্ণা। প্রসেনজিতের-এর নাম প্রসেন। আর তাঁদের মাঝে রয়েছে 'রক্তিম' শিলাজিৎ। ছবির গল্প অনুযায়ী পর্ণা আর প্রসেন ছোটবেলার সঙ্গী। আবার পর্ণার বক্তমান সঙ্গী হল রক্তিম। তাঁদের টালমাটাল সম্পর্কে হঠাৎই এসে পড়বেন প্রসেন। কিন্তু তারপর? বাকিটা জানা যাবে ৭ জুন।