আরজি কর কাণ্ডে রাজ্যজুড়ে তোলপাড় চলছে। বিচারের দাবিতে পথে নেমেছেন তারকারাও। প্রতিবাদে সোচ্চার হতে দেখা গিয়েছে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়কে। প্রতিবাদে সরব হয়ে পথে নেমেছিলেন তিনি। এমনকি সম্প্রতি তাঁর ছবি কাবেরী অন্তর্ধান জাতীয় পুরস্কার পাওয়ার পরও তার সেলিব্রেশনে নারাজ ছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়। এদিকে রাজ্যের এই কালো সময়েই পরিচালকের বাড়িতে এল দুঃসংবাদ। মাতৃহারা কৌশিক গঙ্গোপাধ্যায়।
জানা যাচ্ছে, রবিবার বিকেলে কৌশিক গঙ্গোপাধ্যায়ের মা বুলা গঙ্গোপাধ্যায়ের মৃত্যু হয়। গড়িয়ার বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরেই বার্ধ্যক্যজনিত সমস্যায় ভুগছিলেন বুলাদেবী।
এদিকে এদিনই বিকেলে আরজি কর কাণ্ডের প্রতিবাদে টেকনিশিয়ানস স্টুডিও থেকে সকলের সঙ্গে পা মিলিয়ে মিছিলে হাঁটার কথা ছিল কৌশিক গঙ্গোপাধ্যায়ের। মায়ের মৃত্যুর পর পরিচালক কি তবে মিছিলে হাঁটতে পারবেন? সেই প্রশ্ন উঠছেই।
তবে সূত্রের খবর, মায়ের মৃত্যুর পরও বৃহৎ কর্মসূচি থেকে নিজেকে সরিয়ে নিতে চাননা পরিচালক। মায়ের শেষকৃত্য সেরেই তিনি যথা সময়েই টেকনিশিয়ানস স্টুডিয়োতে প্রতিবাদী মিছিলে পা মেলানোর জন্য পৌঁছে যান। পরিচালকের সঙ্গী তাঁর অভিনেত্রী স্ত্রী চূর্ণী গঙ্গোপাধ্য়ায়, ছেলে উজান গঙ্গোপাধ্যায়।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৌশিক বলেন, ‘এই বিষয়গুলি আমি একেবারেই সমর্থন করছি না। আমাদের প্রত্যেকেরই বাক-স্বাধীনতা থাকা উচিত।' সদ্য প্রয়াত শাশুড়িমাকে নিয়ে চূর্ণী গঙ্গোপাধ্যায় বলেন, ‘মা মানুষটা নিজেই ভীষণ স্বাধীনচেতা ছিলেন। উনিও মনে করতেন নারী স্বাধীনভাবে ঘুরবে ফিরবে সবকিছু করবে। আজ যখন উনি এই সময় চলে গেলেন। আমার কোথায় গিয়ে মনে হচ্ছে, উনি আমাদের হাতে সেই রাশ ছেড়ে দিয়ে বলছেন তোমরা যাও।’ চূর্নীর কথায়, ‘মেয়েরা রাতে বের হবে না, সেটা নিয়ম হতে পারে না, সুরক্ষা দেওয়াটাই নিয়ম হওয়া উচিত।’
১৮ অগস্ট, রবিবার বিকেল ৪টে নাগাদ টলিউড শিল্পীরা টেকনিশিয়ান স্টুডিওতে থেকে আর জি কর হাসপাতাল পর্যন্ত প্রতিবাদী অভিযান করার কথা রয়েছে। প্রতিবাদে যোগ দিতে নির্ধারিত স্থানে হাজির হয়ে গিয়েছেন সৃজিত মুখোপাধ্যায়, রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী-সহ অন্যান্য শিল্পীরা।