বাংলা নিউজ > বায়োস্কোপ > Shah Rukh Khan: শাহরুখকে নিয়ে হলিউডের জনপ্রিয় ছবির রিমেকের কথা জানালেন নিখিল! কোন সিনেমা জানেন?

Shah Rukh Khan: শাহরুখকে নিয়ে হলিউডের জনপ্রিয় ছবির রিমেকের কথা জানালেন নিখিল! কোন সিনেমা জানেন?

নিখিল আডবাণী ও শাহরুখ খান

পরিচালক নিখিল আডবাণী সম্প্রতি প্রকাশ করেছেন যে তিনি শাহরুখের সঙ্গে আবার নতুন কাজের পরিকল্পনা করেছেন। তিনি একটি অ্যাকশন ছবির পরিবর্তে হলিউড রিমেকের কথা ভাবছেন।

পরিচালক নিখিল আডবাণী বর্তমানে জন আব্রাহাম এবং শর্বরীর অভিনীত তাঁর নতুন ছবি 'বেদা'র জন্য প্রস্তুতি নিচ্ছেন। স্বাধীনতা দিবস অর্থাৎ ১৫ আগস্ট ছবিটি মুক্তি পেল। নিখিল তাঁর নানা কাজের মাধ্যমে নিজের একটি ফ্যান বেস তৈরি করেছেন ঠিকই। কিন্তু তিনি তাঁর প্রথম ছবি শাহরুখ খান অভিনীত 'কাল হো না হো' দর্শকদের মনে আলাদা করে দাগ কেটে ছিল। প্রথম কাজেই তিনি সকলের মন জয় করে নিয়েছিলেন। এছড়াও প্রথম ছবিতেই তিনি শাহরুখকে পরিচালনা করার সুযোগ পেয়েছিলেন। কিন্তু নিখিল আডবাণী এর পর আর কিং খানের সঙ্গে কোনও কাজ করেননি।

পরিচালক সম্প্রতি প্রকাশ করেছেন যে তিনি শাহরুখের সঙ্গে আবার একসঙ্গে কাজ করার পরিকল্পনা করেছেন। তবে তাঁকে নিয়ে তিনি অ্যাকশন সিনেমা বানাবেন না, নায়ককে নিয়ে পরিচালকের অন্য পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন: ক্যাটরিনার বিউটি ব্র্যান্ডের পণ্য ব্যবহার করে খুশি ক্রেতা! পালটা উপহার নায়িকারও

বলিউড বাবলকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই কথাই প্রকাশ করেন তিনি। পরিচালক জানান যে, তিনি একটি অ্যাকশন ছবির পরিবর্তে হলিউড রিমেকের কথা ভাবছেন। বহুল প্রশংসিত 'কাল হো না হো'- এর পরে এসআরকে-এর সঙ্গে তাঁর আর কাজ করার সুযোগ হয়নি। আসলে পরিচালক সুপারস্টারের জন্য উপযুক্ত চিত্রনাট্য পাচ্ছিলেন না।

নিখিল আরও জানান যে, সিদ্ধার্থ আনন্দ, সুজয় এবং অন্যান্য পরিচালকরা ইতিমধ্যেই শাহরুখকে নিয়ে বেশ কিছু দারুণ দারুণ অ্যাকশন ছবি করে ফেলেছেন। তাই তিনি আর সে ধরনের ছবি করতে চান না। 'কাল হো না হো' পরিচালক আরও প্রকাশ করেছেন যে তিনি শাহরুখ খানের সঙ্গে হলিউড জনপ্রিয় ছবি 'দ্য ব্রিজ অফ ম্যাডিসন কাউন্টি'- এর রিমেক করার কথা ভাবছেন।

আরও পড়ুন: সুনিধি চৌহানের জন্মদিনে তাঁর গাওয়া ৫টি সেরা গান রইল আপনার জন্য

১৯৯৫ সালে মুক্তি পেয়েছিল 'দ্য ব্রিজ অফ ম্যাডিসন কাউন্টি'। এটি আমেরিকায় ১৯৯২ সালে রবার্ট জেমস ওয়ালার একই নামের বেস্টসেলিং উপন্যাসের উপর ভিত্তি করে বানিয়েছিলেন। ক্লিন্ট ইস্টউড, প্রযোজনা ও পরিচালনা করেছেন এবং মেরিল স্ট্রিপ ছবিতে অভিনয় করেছেন।

প্রসঙ্গত, সম্প্রতি এক সাক্ষাৎকারে 'কাল হো না হো' ছবির পরিচালক নিখিল আডবাণী শাহরুখ খানকে নিয়ে নানা কথা বলেন। বিশেষ করে নায়কের কাজের পদ্ধতি, সকলের সঙ্গে তাঁর মিষ্টি ব্যবহারের প্রশংসা করেন। যা তাঁকে আরও বেশি করে সকলের কাছে আকর্ষণীয় করে তোলে। তবে তার পাশাপাশি শাহরুখের অন্য একটি দিকও তুলে ধরেন। তিনি জানান, শাহরুখ প্রায়শই একটি ছবির প্রশংসা করতে গিয়ে অন্য ছবির সমালোচনা করতেন। দেবদাস'-এর প্রশংসা করতে গিয়ে নাকি 'কাল হো না হো'-কে 'রাবিশ' বলেছিলেন।

বায়োস্কোপ খবর

Latest News

বউবাজারের বিপত্তিতে আরও দেরিতে জুড়বে শিয়ালদা-এসপ্ল্যানেড? মুখ খুলল KMRCL বয়স পেরিয়েছে ৫০, রাত দেড়টা পর্যন্ত অটো চালিয়ে সংসার সামলাচ্ছেন প্রৌঢ়া পরপর ফ্লপ, তবুও হাতে ৯টা ছবি! আগামীতে কী কী দেখতে পাবেন অক্ষয়ের ফ্যানরা? ‘আগামী দিনে আকাশ দীপই মুশকিল আসান হবে,সিরিজ জিতবে ভারতই’! ভবিষ্যদ্বাণী মহারাজের… ISL শুরুর ৩দিন আগেও চোট চিন্তায় মোহনবাগান! মুম্বই ম্যাচে নেই ম্যাকলারেন! মুনমুনের 'আমার দুর্গা' পাঠে চোখে জল কৌশিকীর, তবুও বিদ্রুপের শিকার আবৃত্তিকার!কেন ভিডিয়ো-বার্থ ডে পার্টিতে সিঙ্গার গিল-ড্যান্সার ইশান! উপভোগ করলেন শ্রেয়স-রাহুল… 'তোর বোনের সঙ্গে হলে কী করতিস?', RG করে বিক্ষোভের মুখে CBI, হল অশালীন আক্রমণও ‘কবির যদি টিবি না হয় তাহলে…’ হঠাৎ শ্রোতাদের বিদ্রুপ করে বিঁধলেন কেন শিলাজিৎ? Nations League- ইজরায়েলের মাঠে জয় ইতালির! আজ মুখোমুখি জার্মানি-নেদারল্যান্ডস!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.