নায়িকারা বন্ধু হতে পারে না কি? এই প্রশ্ন বহুকালের। তারওপর একই ছবিতে যদি একের বেশি অভিনেত্রী একসঙ্গে কাজ করেন, তাহলে তো হয়েই গেল! খবর আসতে থাকে, আজ সেটে এর মেকআপ নিতে দেরি হয়েছে বলে ও শ্যুট করেনি, আজ আবার ও তাকে দেখে মুখ ঘুরিয়ে নিয়েছে। অবশ্য এই করে ছবির প্রচার অবশ্য হয় কিছুটা।
খানিক এরকমই অভিজ্ঞতা শেয়ার করেছিলেন পরিচালক সঞ্জয় লীলা বনশালি। ২০১৫ সালে ‘বাজিরাও মস্তানি’তে স্ক্রিন শেয়ার করেছিলেন বলিউডের টপ দুই হিরোইন দীপিকা পাড়ুকোন আর প্রিয়াঙ্কা চোপড়া। এদিকে তাঁরা আবার একই ছেলেকে ভালোবাসেন (অনস্ক্রিন কিন্তু)! তাই ঝামেলা যে হবে বনশালি একপ্রকার ভেবেই রেখেছিলেন। এমনকী, আশাও করেছিলেন প্রিয়াঙ্কা আর দীপিকা মিডিয়ায় একে-অপরের নামে ক্যাট ফাইট জাতীয় মন্তব্য করবেন। কিন্তু দুঃখের কথা তেমনটা হয়নি!

‘পিঙ্গা’ গানে কে ভালো নেচেছে দীপিকা না প্রিয়াঙ্কা, এই নিয়ে তর্ক করেন এখনও তাঁদের অনুরাগীরা। কিন্তু সঞ্জয় জানিয়েছিলেন এক সাক্ষাৎকারে, সেটে দুই অভিনেত্রীই স্কুলের মেয়েদের মতো পাশাপাশি বসে হাসিঠাট্টা করত। বলশালির কথায়, ‘আমি চেয়েছিলাম যেন ওরা একে অপরকে টেক্কা দেওয়ার মানসিকতা নিয়ে পিঙ্গার শ্যুট করে। আমি দু'জনকে সেকথা বলেওছিলাম। এটা ঠিক ওরা মনে মনে ভাবত কীভাবে নিজের সেরাটা দেবে। কিন্তু লড়াই করা তো দূরের কথা, সারাক্ষণ হাসিঠাট্টা চলত ওদের মধ্যে।’
প্রসঙ্গত, মুক্তির অপেক্ষায় সঞ্জয় লীলা বনশালির পরবর্তী ছবি ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’। যাতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন আলিয়া ভাট। করোনা আর লকডাউনের জেরে বেশ কিছু বছর ধরে চলল শ্যুট। সদ্য শেষ হয়েছে ছবির কাজ। ২০২২-র মধ্যে ছবি দেখতে পারবেন, এটাই আশা রাখছেন চলচ্চিত্রপ্রেমীরা।