বাংলা নিউজ > বায়োস্কোপ > Manishankar Bose: ‘শয্যাসঙ্গিনী হলে..', শুভঙ্করের সহকারী মণিশঙ্কের বিরুদ্ধে ‘যৌন হেনস্থা’র অভিযোগ

Manishankar Bose: ‘শয্যাসঙ্গিনী হলে..', শুভঙ্করের সহকারী মণিশঙ্কের বিরুদ্ধে ‘যৌন হেনস্থা’র অভিযোগ

ছবির বামদিকে মণিশঙ্কর বসু এবং ডানদিকে শুভঙ্কর চট্টোপাধ্যায় (ছবি ফেসবুক)

Television: শুভঙ্করের সহকারী মণিশঙ্কর বসুর বিরুদ্ধে উঠল ভয়ানক অভিযোগ। নামপ্রকাশে অনিচ্ছুক অভিযোগকারিণী কলকাতার প্রথম সারির নাট্যদলের সঙ্গে যুক্ত ছিলেন। এক সংবাদমাধ্যমের কাছে তাঁর অভিযোগ, মণিশঙ্কর তাঁকে শারীরিক সম্পর্ক করার প্রস্তাব দিয়েছেন।

মদ্যপ অবস্থায় উঠতি অভিনেত্রীকে মাঝরাতে ভিডিয়ো কল, ‘অশালীন আচরণ’ করার অভিযোগ উঠেছিল শুভঙ্কর চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। কিছুদিন আগের ঘটনা। ‘দাদাগিরি’, ‘মীরাক্কেল’ থেকে ‘সুপার সিঙ্গার’, ‘ডান্স ডান্স জুনিয়র’-এর মতো শো-এর পরিচালনা করেন তিনি। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ নস্যাৎ করেছেন এই নামী পরিচালক।

এবার শুভঙ্করের সহকারী মণিশঙ্কর বসুর বিরুদ্ধে উঠল ভয়ানক অভিযোগ। নামপ্রকাশে অনিচ্ছুক অভিযোগকারিণী। প্রায় দশ বছর ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত তিনি। কলকাতার প্রথম সারির নাট্যদলের সঙ্গে যুক্ত ছিলেন। আজকাল ডট ইনের কাছে তাঁর অভিযোগ, মণিশঙ্কর তাঁকে শারীরিক সম্পর্ক করার প্রস্তাব দিয়েছেন। বলেছেন, ‘আমার শয্যাসঙ্গিনী হলে তবেই আগামী প্রোজেক্টের টাকা বাড়বে। নইলে নয়!’

‘কাস্টিং কাউচ’-এর মতো এমন গুরুতর অভিযোগ নিয়ে আজকাল ডট ইনের কাছে শুভঙ্করে মন্তব্য, তাঁর উপস্থিতিতে এরকম কোনও ঘটনাই ঘটেনি। সবটাই বাজে কথা। কাজের বাইরে তাঁর সহকারীরা কিছু বোঝেন না। আরও পড়ুন: ৫০ বছর পর অনস্ক্রিনে, ‘ধরম জিকে ভালো লাগে’, ইন্ডিয়ান আইডলে এসে বললেন মুমতাজ

অভিযোগকারিণী এই মুহূর্তে ‘সুপার সিঙ্গার ৩’ রিয়ালিটি শো-এর সঙ্গে যুক্ত। মণিশঙ্কর সেখানকার হিসাবরক্ষকের দায়িত্বে রয়েছেন। অভিযোগকারিণীর দাবি, কাজ করতে গিয়ে ইন্ডাস্ট্রিকে নতুন করতে আবিষ্কার করছেন তিনি। যদিও এক আগে বড়পর্দার প্রথম সারির পরিচালকের সহকারী হিসেবে কাজ করেছেন বলে জানিয়েছেন। পাশাপাশি স্টার জলসার ধারাবাহিকে সহকারী হিসেবেও কাজ করেছেন। জনপ্রিয় বাংলা ছবিতেও অভিনয় করেছেন তিনি।

ওই সংবাদমাধ্যমের কাছে অভিযোগকারিণীর মন্তব্য, শুভঙ্কর এবং তাঁর সঙ্গীরা সকলে একই রকমের। মদ্যপ অবস্থায় হুঁশ থাকেনা তাঁদের। ইন্ডাস্ট্রির ভিতরটা এত অন্ধকার সেটার আঁচ করতে পারেনননি তিনি। একাধিক সময় মধ্যরাতে ফোন পেয়েছেন তিনি। কিন্তু বিষয়টা ধরতে পেরে ফোন তোলেননি। তাঁর দাবি, রিয়্যালিটি শো-এর জগতটাকে ছুঁয়ে দেখতে চেয়েছিলেন। তাই শুভঙ্কর চট্টোপাধ্যায়ের সহকারী হিসেবে কাজ শুরু করেন। খানিক আক্ষেপের সুরেই অভিযোগকারিণীর মন্তব্য, এত নামডাক শুনেই শুভঙ্কর চট্টোপাধ্যায়ের কাছে কাজ শিখতে এসেছিলেন। তিনি এবং সঙ্গীরা এত কুৎসিত তিনি নাকি ধারনা করতে পারেননি।

অভিযোগকারিণী জানিয়েছেন, বিষয়টি নিয়ে তিনি আতঙ্কে রয়েছেন। নিজেকে সামলাতে মনোবিদেরও দ্বারস্থ হয়েছেন। তাঁর মন্তব্য, এর আগে থিয়েটার বা আগের পরিচালকের সঙ্গে কাজ করার সময় এমন অভিজ্ঞতার কখনও মুখোমুখি হননি তিনি।

 

বন্ধ করুন