বাংলা ছবির পরিস্থিতি নিয়ে বিভিন্ন বিতর্কের শেষ নেই। তবে এ কথা অনেকাংশেই সত্যি যে বাংলা ছবিকে রাজ্যেই এখনও হল পেতে হিন্দি ছবির সঙ্গে রীতিমতো লড়াই করতে হয়। পাশাপাশি ছবির স্যাটেলাইট স্বত্বের দামও যত দিন যাচ্ছে তত কমছে। তাছাড়া এই ক্ষেত্রে ফেস ভ্যালুরও বেশ বড় একটা প্রভাব রয়েছে। অন্যদিকে, আবার ওটিটিতে ছবি মুক্তির ক্ষেত্রেও রয়েছে একাধিক ‘শর্ত’। এই অবস্থায় দর্শকের কাছে নিজের ছবিকে পৌঁছে দিতে আর পাঁচজন সতন্ত্র ছবি নির্মাতাদের মতো পরিচালক অভিনেতা তথাগত মুখোপাধ্যায় ও তাঁর টিম বেছে নিলেন ইউটিউব মাধ্যমকেই। তাঁর এই পদক্ষেপকে পরিচালক ‘এক্সপেরিমেন্ট’ বলেও ব্যাখ্যা করেছেন।
২০২০তে মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনার জন্য সেই সময় মুক্তি আটকে যায় 'ভটভটি'র। তারপর ২০২২ সালে মুক্তি পায় তথাগত পরিচালিত ছবি। তবে তখন মুক্তি পেলেও পেয়েছিল মাত্র ১০টি প্রেক্ষাগৃহ। এখানেই শেষ নয় মুক্তির আগে প্রযোজকদের অভ্যন্তরীণ সিদ্ধান্তের কারণে ছবিটির স্যাটেলাইট স্বত্ব বিক্রি হয়নি, পাওয়া যায়নি কোনও ওটিটি রাইটও। পাশাপাশি করোনা পরবর্তী সময় বাংলা সিনেমার বাজার যে বেশ কিছুটা পড়েছে তা বলাই বাহুল্য। আর তার প্রভাব থেকে বাঁচতে পারেনি 'ভটভটি'ও। তথাগতের কথায়, ছবিটি সমালোচকদের কাছে বেশ প্রশংসিত হয়েছিল। কিন্তু সুযোগের অভাবে বহু দর্শক হলে বসে এই ছবির স্বাদ নিতে পারেননি। কিন্তু এখনও অনেকেই ছবিটি দেখতে চান। আপাত-‘পুরনো’ ছবিটিকেই এবারে ইউটিউবে রিলিজ করছেন পরিচালক তথাগত মুখোপাধ্যায়।
আরও পড়ুন: 'আমার জন্য কাজ করবে…' করণের সঙ্গে দ্বন্দের পর নিখিলের দিকে ভরসার হাত বাড়ান সলমন
তাঁর কথায়, 'দু'বছর বছর কেটে গিয়েছে এর মধ্যে বহু মানুষ জানতে চেয়েছেন কোথায় 'ভটভটি' দেখতে পাওয়া যাবে? কিন্তু আমি উত্তর দিতে পারিনি। আজ বাংলা সিনেমার এই দুর্দিনে, যে সময়ে বাংলা সিনেমা কেনাবেচা ভীষন রকমের বড় ব্যাপার সে সময়ে প্রযোজকদের 'ভটভটি' ইউটিউবে রিলিজের এই সিদ্ধান্তে আমি এবং গোটা টিম ভীষন রকম আপ্লুত ও কৃতজ্ঞ। কারণ একজন শিল্পীর প্রাথমিক লক্ষ্য তাঁর শিল্প সর্বসাধারনের কাছে পৌঁছে দেওয়া। 'ভটভটি'র মত সিনেমা ইউটিউবের মাধ্যমে সর্বসাধারণের কাছে পৌঁছে যাবে এবং দর্শকরাই 'ভটভটি'র প্রকৃত মূল্যায়ন করবেন, এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না। 'ভটভটি' আমার প্রথম কাজ, কিন্তু শুরু থেকে বঞ্চনা আর যন্ত্রনা এর একমাত্র প্রাপ্তি ছিল। আমার দৃঢ় বিশ্বাস 'ভটভটি'র এই মুক্তি তাকে তার প্রাপ্য সম্মান তাকে এনে দেবে।'
আরও পড়ুন: 'টাইপ কাস্ট না হতে হয়…' টুয়েলভথ ফেলের সাফল্যেও চিন্তিত মেধা শঙ্কর
‘ভটভটি’তে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন ঋষভ বসু। তাছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বিবৃতি চট্টোপাধ্যায়, দেবলীনা দত্ত, রজতাভ দত্ত, অনির্বাণ চক্রবর্তী প্রমুখ।