এবার করোনা আক্রান্ত পরিচালক-প্রযোজক একতা কাপুর। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছেন একতা আর সকলকে সতর্ক করে দিয়েছেন।
নিজের পোস্টে একতা লিখেছেন, সব ধরনের সতর্কতা নেওয়ার পরেও তিনি করোনা আক্রান্ত। সঙ্গে যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন সকলকে করোনা পরীক্ষা করে নেওয়ার অনুরোধ জানিয়েছেন। একতা লিখেছেন, ‘সব ধরনের সতর্কতা নেওয়া সত্ত্বেও আমি কোভিড পজিটিভ। আমি ভালো আছি। যাঁরা আমার সংস্পর্শে এসেছে গত কয়েকদিনে সকলকে করোনা পরীক্ষা করে নেওয়ার অনুরোধ জানাচ্ছি।’
একতার পোস্টের পরেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করে মন্তব্য করতে শুরু করেন সহকর্মী-বন্ধুরা। শ্বেতা তিওয়ারি লেখেন, ‘ওহ… নিজের খেয়াল রাখো আর জলদি সুস্থ হয়ে যাও’। হিনা খান লিখেছেন, ‘জলদি সেরে ওঠো’। মৌনী রায় লিখেছেন, ‘খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাও। অনেক ভালোবাসা’। বিক্রান্ত মেসি মন্তব্য করেছেন, ‘তোমার দ্রুত আরোগ্য কামনা করি। অনেক ভালোবাসা আর আদর পাঠালাম।’
আজ সকালেই করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন জন আব্রাহাম ও প্রিয়া রুঞ্চাল। জন করোনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘তিনদিন আগে আমি একজনের সঙ্গে সাক্ষাত্ করি, এরপর তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর আমি আর প্রিয়া করোনা পরীক্ষা করাই, আমাদেরও রিপোর্ট পজিটিভ এসেছে। আমরা বাড়িতেই নিভৃতবাসে ছিলাম ওই ঘটনার পর থেকে এবং আমরা কারুর সংস্পর্শে আসিনি। আমরা দুজনেই সম্পূর্ণভাবে ভ্যাকসিনেটেড এবং আমাদের করোনার খুব সামান্য উপসর্গ রয়েছে। দয়া করে সুস্থ থাকুন, স্বাস্থ্যবান থাকুন, মাস্ক পরুন।’
এর আগে করোনায় আক্রান্ত হওয়ার খবর এসেছে করিনা কাপুর খান, অমৃতা আরোরা, মাহিপ কাপুর, শানায়া কাপুর, অর্জুন কাপুর, অংশুলা কাপুর, রিয়া কাপুরদের।