কাটার বদলে আরও প্যাঁচাল টলিউডের জট! শ্যুটিং বন্ধের সিদ্ধান্ত পরিচালকদের। তাঁদের অনুরোধ মেনে বৈঠকে বসেনি ফেডারেশন। সাড়া দেননি টেকনিশিয়ানরা। ফলে শুক্রবার থেকে যে ফের স্তব্ধ হচ্ছে স্টুডিও পাড়া সেটা বেশ স্পষ্ট। কী ঘটেছে এদিন? কী জানাল ডিরেক্টরস গিল্ড?
আরও পড়ুন: জ্বালিয়ে দেওয়া হল হুমায়ূন আহমেদের শ্বশুরের পৈতৃক বাড়ি! বাংলাদেশে আটক লেখকের স্ত্রী শাওন!
কী ঘটেছে?
বৃহস্পতিবার রাতে ডিরেক্টরস গিল্ডের মিটিং হয়। আর সেখানেই শুক্রবার থেকে আর ফ্লোরে না যাওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা। ফেডারেশনকে চিঠি লেখা হলেও সেই চিঠির উত্তর দেওয়া হয়নি বলেই জানান পরিচালক গিল্ডের এই মিটিংয়ের পরিচালক সুদেষ্ণা রায়। তিনি প্রশ্ন তোলেন যে কেন তিন সপ্তাহে তিন পরিচালকের কাজ বন্ধ করা হল। সুদেষ্ণা রায় এদিন আরও জানান, 'আমরা ব্রডকাস্টারকে চিঠি পাঠিয়েছিলাম। দুজন ব্রডকাস্টার জানান যে তাঁর মিটমাট করতে চান। কিন্তু আজ আসেননি।'
অন্যদিকে সুব্রত সেন জানান মুখ্যমন্ত্রীর নির্দেশকে মান্যতা দেওয়া হচ্ছে না। তবে কি পরিচালক ছাড়াই শ্যুটিং হবে? জবাবে সুদেষ্ণা রায় বলেন, 'পরিচালক ছাড়া যদি শ্যুটিং চালাতে পারে তাহলে তাঁরা চালাক। আমরা নিজেদের প্রত্যাহার করছি।'
কী কী শর্ত দিয়েছেন পরিচালকরা?
এদিন সাংবাদিকদের কাছে লিখিত ভাবে শর্তগুলো তুলে দেন। সেখানেই লেখা, 'আমাদের সমস্ত দাবিগুলোকে লিখিত আকারে উত্তর দিতে হবে। মিডিয়াতে দেওয়া বা মিটিংয়ে করা মৌখিক প্রতিশ্রুতিতে আমাদের আস্থা নেই। কারণ আমরা দেখেছি জুলাই ২০২৪-এ মাননীয়া মুখ্যমন্ত্রীর দেওয়া নির্দেশ (যে কোনোভাবেই কাজ বন্ধ করা যাবে না) ফেডারেশনের কর্তা ব্যক্তিরা হেলায় অগ্রাহ্য করেছেন। যে তিনজন পরিচালককে ব্ল্যাকলিস্ট করে কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে লিখিতভাবে জানাতে হবে তাঁরা প্রত্যেকে তাদের প্রজেক্ট নির্দ্বিধায় যেন শুরু করতে পারেন। লিখিতভাবে জানাতে হবে যে কোন অবস্থাতে লিখিত বা মৌখিক নির্দেশে কাউকে ব্ল্যাকলিস্ট করা হবে না। লিখিতভাবে জানাতে হবে কোন অবস্থাতে লিখিত বা মৌখিক নির্দেশে কারুর কোন কাজ বন্ধ করা যাবে না। পরিচালক প্রযোজক এবং প্রোডাকশনের তরফ থেকে ফেডারেশনকে টেকনিশিয়ানদের লিস্ট শুটিংয়ের আগে অবশ্যই দেওয়া হবে। কিন্তু সেই লিস্ট দেওয়ার সঙ্গে ফেডারেশনের তরফ থেকে কোন পারমিশন আসার কোন প্রশ্ন থাকবে না। প্রযোজক এবং পরিচালক নির্দ্বিধায় কাজ শুরু করতে পারবেন। লিস্ট নিয়ে কোন সমস্যা থাকলে তা নিয়ে আলোচনা হতে পারে কিন্তু কোন অবস্থাতেই কাজ বন্ধের নির্দেশ মৌখিক বা লিখিতভাবে দেওয়া যাবে না। কোনও ব্যক্তি বিশেষ নিয়ে সমস্যা থাকলে তার সংশ্লিষ্ট গিল্ডকে জানাতে হবে। সেই গিল্ড তার সদস্যদের নিয়ে ফেডারেশনের সঙ্গে আলোচনায় বসবে। কিন্তু কোনভাবেই তাঁর কাজ আটকানো যাবে না।'