ফের একবার ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসকে নিয়ে বিস্ফোরক ডিরেক্টরস গিল্ড। RG কর কাণ্ডকে হাতিয়ার করে ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস স্বার্থসিদ্ধিতে ব্যস্ত। বৃহস্পতিবার রাতে ডিরেক্টরস গিল্ড অর্থাৎ টলিউডের পরিচালকদের তরফে এমনই বিস্ফোরক বিবৃতি প্রকাশ করা হয়েছে। সম্প্রতিক সময়ে ইন্ডাস্ট্রিতে নারী সুরক্ষার জন্য স্বরূপ বিশ্বাসের তৈরি করা ‘সুরক্ষা বন্ধু’র সারবত্তা নিয়েও একাধিক প্রশ্ন তুলেছেন পরিচালকেরা।
কিন্তু স্বরূপ বিশ্বাসকে নিয়ে এই ক্ষোভ কেন?
আরজি কর কাণ্ডের ঘটনায় গোটা রাজ্য যখন উত্তাল, ঠিক তখনই ইন্ডাস্ট্রির অন্দরেও যৌন হেনস্থা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকে। আর তখনই ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস ‘সুরক্ষা বন্ধু’ নামে একটা কমিটি গঠনের কথা বলেন। যে কমিটি গঠনের উদ্দেশ্য যৌন হেনস্থার ঘটনায় ভুক্তভোগীদের পাশে দাঁড়ানো। এই কমিটি গঠনের পরই স্বরূপ বিশ্বাস বলেন, টলিপাড়ায় যে যৌন হেনস্থার অভিযোগ জমা পড়েছে, তার ৬০ শতাংশ পরিচালকদের বিরুদ্ধে, আর ৪০ শতাংশ প্রযোজকদের বিরুদ্ধে। আর স্বরূপ বিশ্বাসের এই মন্তব্যের পরই ফের একবার ফেডারেশনের সভাপতির বিরুদ্ধে ফুঁসে উঠেছেন টলিপাড়ার পরিচালক-প্রযোজকরা।
পরিচালকদের তরফে বিবৃতি দিয়ে এবার প্রশ্ন তোলা হল 'যৌন হেনস্থা শুধুমাত্র পরিচালক ও প্রযোজকদের কারণেই হয়, এই সিদ্ধান্তে উনি কীভাবে পৌঁছলেন তার ব্যাখ্যা মেলেনি।
ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া-র বিবৃতিতে আরও বলা হয়, ১০ বছরের শিশুও জানে, যৌন হয়রানি থেকে শুরু করে যেকোনও হয়রানির মূলসূত্র হল ক্ষমতা। সেই ক্ষমতার ক্ষেত্রে পরিচালক ও প্রযোজকরা কোন স্থানে আছেন, তা সাধারণ মানুষ জানেন। তাই তাঁদের বিরুদ্ধে অভিযোগ ওঠা অস্বাভাবিক নয়। তবে মানুষ এটা জানেন না যে বাংলা ইন্ডাস্ট্রির স্বঘোষিত নিয়ামক সংস্থা হল ফেডারেশন। যৌন হয়রানির ঘটনায় পরিচালক, প্রযোজকরা যেমন কোনও বিচারসভা বসাতে পারেন না। তেমনই ফেডারেশনেরও এমন কোনও কমিটি তৈরির আইনি বৈধতা নেই।
স্বরূপ বিশ্বাসের দিকে সরাসরি আঙুল তুলে পরিচালকদের অভিযোগ, নারী সুরক্ষা নিয়ে স্বরূপবাবুর কোনও মাথাব্যাথা আছে, এমন প্রমাণ গত ১২-১৩ বছরে পাইনি। পরিচালক প্রযোজকরা যেহেতু সংবাদমাধ্যমকে জানিয়েছে ফেডারেশনের অধিকাংশ কাজই বেআইনি, সেটাই হল তাঁদের আসল সমস্যা। তাই ফেডারেশনের হাতে দণ্ড তুলে দেওয়ার আগে সুদূরপ্রসারী ফলাফলের কথা স্টেকহোল্ডাররা মাথায় রাখবেন।
এদিকে পরিচালকদের এই অভিযোগ নিয়ে এখনই কোনও মন্তব্য করতে চাননি ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস।