বিগত কয়েক মাস থেকেই ফেডারেশন এবং ডিরেক্টরস গিল্ডের সমস্যার কথা প্রকাশ্যে এসেছে। ফেডারেশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ, সমস্যার কথা তুলেছেন পরিচালকরা। নিয়েছেন আইনি পদক্ষেপ। এবার তাঁরা AI এবং গুপি শ্যুটিং নিয়ে স্পষ্ট ভাবে নিজেদের মতামত জানালেন।
আরও পড়ুন: তুঙ্গে ঘর ভাঙার চর্চা, তার মাঝেই যিশু বললেন, 'আমি বিবাহিত, একজনকে নিয়েই খুশি...'
AI-এর ব্যবহার নিয়ে কী বললেন অনির্বাণরা?
এদিন অরিত্রস জ্ঞান নামক একটি পডকাস্ট শোতে এসেছিলেন ডিরেক্টরস গিল্ডের একাধিক সদস্যরা। ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য প্রমুখ। সেখানেই AI এর প্রসঙ্গে কথা বললেন পরিচালক তথা অভিনেতা অনির্বাণ। বল্লভপুরের রূপকথার পরিচালক বলেন, 'যদি জিনিসটা ক্রমাগত ভাবে মালিকপক্ষ শ্রমিকপক্ষ হয়ে যায় তাহলে এটা অস্বীকার করার জায়গা নেই, এই যে আমরা যে বাংলা ছবির ভবিষ্যৎ, বাংলা ছবির ঐতিহ্য নিয়ে কথা বলছি, এটা জেনে এবং স্বীকার করেই যে পৃথিবীতে আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স বলে একটা দুর্দান্ত এক্সপ্লোরেশন ঘটছে। আজকে যদি আমি আমার প্রযোজকদের বাদ দিতে থাকি আমার সিস্টেম থাকি, তাঁদের বৈরী করতে থাকি, তাঁদের বের করতে থাকি তাহলে একজন ব্যবসায়ী কিন্তু শেষ পর্যন্ত একটা যন্ত্রের হাত ধরবেই।'
এদিন অনির্বাণ আরও বলেন, 'এমন ভাবে হয়তো সিনেমা পৃথিবীতে তাড়াতাড়ি আসবে বা বানানো যাবে যখন একটা লোক একটা কম্পিউটারে বসে একটা সিনেমা বানাবে। এটা আটকানোর একটাই প্রোসেস, আমরা যেটাকে পিপলস আর্ট ফর্ম বলছি, সিনেমা সেটা মানুষের তৈরি করা, মানুষের জন্য সেখানে প্রত্যেক স্টেক হোল্ডারের হাত ধরে থাকতে হবে। এখানে যদি একা খেলতে আসো তাহলে মনে রেখো, সর্বনাশ হবে। কারণ যন্ত্র রেডি হয়ে আছে।'
তাঁর কথার রেশ ধরেই পরমব্রত বলেন, 'প্রতিটা লোকের সঙ্গে আলোচনার প্রয়োজন। একনায়কতন্ত্র চলতে পারে না।'
আরও পড়ুন: 'বসের বস' রজনীকান্তের জন্মদিনে শ্রদ্ধা শাহরুখের! শুভেচ্ছা জানিয়ে লিখলেন, 'জানি আপনাকে সবাই...'
গুপি শ্যুটিং নিয়ে কী বললেন পরিচালকরা?
এদিন শিবপ্রসাদ মুখোপাধ্যায় গুপি শ্যুটিং প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলেন, 'গুপি কথার অর্থ হল গোপনে শ্যুটিং। আপনি কখন গোপনে শ্যুটিং করতে একটা লোককে বাধ্য করেন? এটা কি গোপন ইশতেহার? গোপনে আপনি কেন বাধ্য করছেন ছবি করতে তার কারণ আমার কাছে বাজেট নেই। যে সিনেমা বানায় সে স্বপ্ন দেখে, সে আর কিছু করে না। ইরানের সবাই গুপি। পথের পাঁচালি গুপি। ফিল্ম ফেস্টিভ্যালে যত ছবি আসে সবই তাহলে গুপি?' তাঁর কথায় সম্মতি জানিয়ে কৌশিক গঙ্গোপাধ্যায় বলেন, 'কত লোক নেবে সেটা চাপিয়ে দেওয়ার অধিকার নেই।'