বাংলা নিউজ > বায়োস্কোপ > টাইগারকে ছেড়ে এই বিদেশীর প্রেমে হাবুডুবু খাচ্ছে দিশা? মুখ খুলল চর্চিত প্রেমিক

টাইগারকে ছেড়ে এই বিদেশীর প্রেমে হাবুডুবু খাচ্ছে দিশা? মুখ খুলল চর্চিত প্রেমিক

টাইগারের সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন বিদেশি প্রেমিক। 

সাইবেরিয়ার বাসিন্দা আলেকজান্ডারের সঙ্গে সত্যিই কি প্রেম করছেন টাইগার শ্রফের বান্ধবী দিশা পাটানি? কী বলছেন চর্চিত প্রেমিক?

মাসকয়েক ধরেই বলিউডের অন্দরে খবর প্রেম ভেঙেছে টাইগার শ্রফ আর দিশা পাটানির। ‘বাঘি ২’ নায়িকা নাকি প্রেম করছেন আলেকজান্ডার অ্যালেক্স ইলিকের সঙ্গে। এবার দিশার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন আলেকজান্ডার। 

সাইবেরিয়ার বাসিন্দা আলেকজান্ডার। জানালেন দিশা তাঁর খুব কাছের বন্ধু। ২০১৫ সালে দিশা ও অন্যান্যদের সঙ্গে ফ্ল্যাটও শেয়ার করেছেন। কেরিয়ারের শুরুর দিকে তাঁদের পরিচয় যখন তাঁরা একই এজেন্সির হয়ে কাজ করতেন। শরীরচর্চার প্রতি ভালোবাসা থেকেই তাঁদের ঘনিষ্ঠতা। 

আলেকজান্ডার বম্বে টাইমসকে জানিয়েছেন, ‘দিশা আমার কাছে পরিবারের মতো। এই ফিল্ডে যখনই দরকার আমরা একে-অপরকে পাশে পেয়েছি। আমি দেখছি গত সপ্তাহ ধরে কীভাবে এই আন্দাজ লাগানোর খেলা চলছে। ব্যাপারটা হল আমরা জানি আসল সত্যি কী। আমি বুঝি না কিছু মানুষ কেন শুধু আন্দাজ লাগাতে চায় লোকের জীবনে কী হচ্ছে! কেন এরা অন্যকে শান্তিতে বাঁচতে দেয় না। আমরা তো এসব গল্পে হাসি!’

শুধু দিশা নয়, আলেকজান্ডারের বন্ধুত্ব রয়েছে টাইগারের সঙ্গেও। জ্যাকি পুত্র আর দিশার কি সত্যিই বিচ্ছেদ হয়েছে জানতে চাওয়া হলে তিনি জানান, ‘কারও ব্যাপারে মন্তব্য করার আমি কেউ না। হ্যাঁ আমি দুজনেরই খুব ঘনিষ্ঠ আর ওদের দুজনের সঙ্গেই হ্যাং আউট করি।’

কফি উইথ করণে এসেও নিজেকে সিঙ্গেল দাবি করেছিলেন টাইগার শ্রফ। সেই সময় তাঁকে বলতে শোনা গিয়েছিল, ‘আমি এখন সিঙ্গেল, অন্তত আমি তো তাই মনে করি। আর আমি খুঁজছি।’

২০১৮ সালে বাঘি ২-তে কাজ করার সময় থেকেই কাছাকাছি আসেন টাইগার শ্রফ আর দিশা পাটানি। এরপর ২০২০ সালে টাইগারের বাঘি ৩-তে একটি আইটেম ডান্সও করেন দিশা। 

 

বন্ধ করুন