দিশা পাটানি, বলিউডের এই নায়িকার সঙ্গে নিশ্চয় নতুন করে আলাপ করানোর কিছুই নেই। তবে সোশ্যাল মিডিয়ার দৌলতে দিশার দিদি খুশবু পাটানিও আজকাল বেশ চর্চায় থাকেন। খুশবু, যিনি কিনা প্রাক্তন ভারতীয় সেনা অফিসার ছিলেন। বর্তমানে সোশ্যল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। কখনও বক্সিং-এর ভিডিয়ো, কখনও শরীরচর্চা কখনও আবার নাচ, সহ নানান ভিডিয়ো পোস্ট করতে দেখা যায় খুশবুকে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় খুশবু পাটানির একটা ভিডিয়ো বেশ ভাইরাল হয়েছে। যেখানে মাধুরী দীক্ষিতের 'আজা নাচলে' গানে তাঁরই স্টাইল নকল করে জমিয়ে নাচতে দেখা যাচ্ছে। ভিডিয়োটি নিজের বাড়িতেই শ্যুট করেছেন খুশবু। তাঁর পিছনে মাধুরীর নাচের ভিডিয়োটি টেলিভিশনের পর্দায় চলতে দেখা যাচ্ছে। খুশবু লিখেছেন, তাঁর মা-ই ভিডিয়োটি ক্যামেরাবন্দি করেছেন।
ভিডিয়োর নিচে নেটনাগরিকদের কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। বেশিরভাগ নেটনাগরিকই খুশবুর প্রশংসায় পঞ্চমুখ। অনেকেই লিখেছেন, ‘অল রাউন্ডার ফৌজি।’ কেউ আবার তিনি কেন সেনবাহিনীর চাকরি ছেড়েছেন সেবিষয়ে প্রশ্ন করেছেন। যদিও খুশবু পাটানি ঠিক কী কারণে সেনাবাহিনীর চাকরি ছেড়েছেন সেবিষয়টি নিয়ে তিনি কখনও মুখ খোলেননি। জানা যায়, দীর্ঘ ১২ বছর সেনাবাহিনীতে থাকার পর অবসর গ্রহণ করেছেন খুশবু।
প্রসঙ্গত, খুশবু পাটানি বরেলির বিবিএল পাবলিক স্কুলে পড়াশোনা করেন। পরে তিনি ডিআইটি স্কুল অফ ইঞ্জিনিয়ারিং থেকে ইলেকট্রনিক্স অ্য়ান্ড কমিউনিকেশনে ডিগ্রি অর্জন করে। এরপর সরকারি পরীক্ষায় উর্ত্তীণ হয়ে ভারতীয় সেনাবাহিনীতে লেফটেন্যান্ট হিসাবে কাজ শুরু করেন খুশবু। গত এপ্রিলে সেনাবাহিনীকে থাকাকালীন বেশকিছু ছবি পোস্ট করে খুশবু লিখেছিলেন ‘আমার সেনা জীবনের কিছু ঝলক। আমার পুরো যৌবন সেনাবাহিনীতেই কেটে গেল।’
খুশবু পাটানির ইনস্টাগ্রাম বায়ো বলছে, তিনি বর্তমানে একজন পুষ্টিবিদ ও ফিটনেস ট্রেনার হিসাবে কাজ করছেন। প্রসঙ্গত দিশা ও খুশবুর এক ভাইও রয়েছে। নাম সূর্যংশ পাটানি।