অনুরাগের ছোঁয়ায় রূপার বড়বেলার চরিত্রে অভিনয় করার কথা ছিল দিতিপ্রিয়া রায়ের। সেই মতো লুক সেটও হয়েছিল। স্বস্তিকা-দিব্যজ্যোতির মেয়ের চরিত্রে রানিমাকে দেখতে মুখিয়ে ছিল ভক্তরা। শেষ মুহূর্তে এই মেগা থেকে সরে দাঁড়ান দিতিপ্রিয়া। এবার এসভিএফ-এরই আসন্ন মেগাকে ফিরছেন অভিনেত্রী। তবে বদলে যাচ্ছে চ্যানেল। স্টার জলসা নয়, জি বাংলার ঘরের মেয়ে দিতিপ্রিয়া ফিরবেন সেই চ্যানেলেই। আরও পডুন-সৃজিতার ভুল ধরলেন কৌশিকি, হাতে ধরে শেখালেন শাস্ত্রীয় সঙ্গীতের খুঁটিনাটি, মুগ্ধ সব্বাই
হ্যাঁ,এনআইডিয়াজের ‘মিত্তির বাড়ি’র পর জি বাংলায় আসছে এসভিএফের নতুন মেগা, সেখানেই দেখা যাবে দিতিপ্রিয়াকে। তবে চমকের শেষ এখানেই নয়। জি বাংলার এই মেগা সিরিয়ালে নায়কের চরিত্রে থাকছেন স্টার জলসার ঘরের ছেলে রাহুল মজুমদার। হ্যাঁ, দেবী চৌধুরাণী, ভাগ্যলক্ষ্মী, খুকুমণি হোম ডেলিভারি থেকে হরগৌরী পাইস হোটেল- স্টারের একের পর এক মেগায় লিড চরিত্রে দর্শক দেখেছে রাহুলকে। এবার জিবাংলার পর্দায় পা দিচ্ছেন হরগৌরীর ‘শঙ্কর’।
এখনও পর্যন্ত এই নিয়ে মুখ খোলেননি রাহুল বা দিতিপ্রিয়া। তবে ইন্ডাস্ট্রি সূত্রের খবর, ইতিমধ্যেই জানা গিয়েছে লুক হয়ে গেছে। হিন্দুস্তান টাইমস বাংলার তরফে দিতিপ্রিয়ার কাছে এই প্রশ্ন রাখা হলে, অভিনেত্রী সাফ জানান, ‘আমার পছন্দের চরিত্র করে ছোটপর্দায় কাজ নিশ্চই করব। তবে জি বাংলায় ফেরা নিয়ে এখন কিছু বলা সম্ভব নয়’।
ওদিকে হরগৌরীর গল্পে লিপ আসার পর সেই মেগা থেকে সরে দাঁড়ান রাহুল। তারপর পিতৃত্বকালীন ছুটিয়ে ছিলেন অভিনেতা। অগস্ট মাসেই মেয়ের বাবা হয়েছেন তিনি। তাঁকে নিয়েই সারাদিন ব্যস্ত। ঘনিষ্ঠমহল সূত্রে খবর, জি বাংলায় আসন্ন মেগায় রাহুলকে একদম অন্যরকম অবতারে দেখা যাবে। লুক সেটে তাঁকে দেখে চমকে গিয়েছেন অনেকেই। জল্পনা সত্যি হলে, নতুন জুটি পেতে চলেছে টলিপাড়া।
কিন্তু প্রশ্ন হল, ঠিক কোন স্লটে আসবে এই সিরিয়াল? পরিণীতা আর মিত্তির বাড়িকে জায়গা করে দিতেই কালঘাম ছুটছে চ্যানেল কর্তৃপক্ষের। শুরুতে জগদ্ধাত্রীর স্লট দেওয়া হয়েছিল পরিণীতাকে। ঘণ্টা কয়েকের মধ্যেই সিদ্ধান্ত বদল। অন্দরের খবর, জগদ্ধাত্রীর প্রযোজক স্নেহাশিস চক্রবর্তী সাফ জানান, তিনি সিরিয়াল শেষ করতে রাজি, তবে স্লট বদল করবেন না। বাধ্য হয়েই নিজেদের প্রোডাকশনের নিম ফুলের মধুকে ৮টার স্লট থেকে সরাচ্ছে জি বাংলার। কিন্তু সোমবারের টিআরপি চাপ বাড়িয়েছে চ্যানেলের উপর।