বাংলা নিউজ > বায়োস্কোপ > Ditipriya Roy: পর্দার ‘রাজনীতি' হিট, বাস্তবেও কি ভোটের ময়দানে নামবেন ‘রানিমা’ দিতিপ্রিয়া?

Ditipriya Roy: পর্দার ‘রাজনীতি' হিট, বাস্তবেও কি ভোটের ময়দানে নামবেন ‘রানিমা’ দিতিপ্রিয়া?

দিতিপ্রিয়া রায় (ছবি-ইনস্টাগ্রাম)

Ditipriya Roy: ‘রাজনীতির রাজপাঠ’ ভালোভাবেই জানা হয়ে গিয়েছে দিতিপ্রিয়ার। কিন্তু সেটা পর্দায়, বাস্তবে রাজনীতির ময়দানে যোগ দেবেন অভিনেত্রী? 

বাংলা বিনো-দুনিয়ার অতিপরিচিত নাম দিতিপ্রিয়া রায়। এখনও কলেজের গণ্ডি পার করেননি অভিনেত্রী, তবে অল্প বয়সেই দাপিয়ে বেড়াচ্ছেন ইন্ডাস্ট্রি। ছোটপর্দার ‘রানিমা’ হিসাবেই তাঁর পরিচিতি, আপতত টেলিভিশন থেকে দূরে রয়েছেন দিতিপ্রিয়া। সমানতালে কাজ করছেন বড়পর্দা এবং ওটিটি প্ল্যাটফর্মে। সদ্যই হইচই-এর পর্দায় মুক্তি পেয়েছে দিতিপ্রিয়া অভিনীত নতুন ওয়েব সিরিজ 'রাজনীতি। পরিচালনায় সৌরভ চক্রবর্তী। এই সিরিজে জননেত্রীর ভূমিকায় পর্দা কাঁপিয়েছেন দিতিপ্রিয়া। কিন্তু বাস্তবেও কি জননেত্রী হয়ে ওঠবার পরিকল্পনা রয়েছে তাঁর?

টলিউড আর রাজনীতি এখন পরস্পরের পরিপূরক। দেব, মিমি, নুসরতের মতো প্রথম সারির তারকারা সাংসদ পদে অসীন। অন্যদিকে বিধানসভাতেও তারকার ছড়াছড়ি, যার মধ্যে অধিকাংশই শাসক দল তৃণমূলের। ভবিষ্যতে কি সেই পথেই হাঁটার কথা ভাবছেন দিতিপ্রিয়া? সম্প্রতি এক ব়্যাপিড রাউন্ডে এই প্রশ্নের জবাব দিয়েছেন দিতিপ্রিয়া। ইশক এফএমের সঙ্গে আড্ডায় তিনি জানালেন, রাজনীতিতে আসবার ব্যাপারে এখনও কিছু পরিকল্পনা করেননি।

দিতিপ্রিয়া জানান, ‘রাজনীতিও একটা খেলা… ’। প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে নিশ্চিতভাবেই রাজনীতির শিকার হয়েছেন তিনি, সেকথাও বলতে শোনা গেল অভিনেত্রীকে। পর্দার রাশির কথায়,'রিয়েল লাইফে আমার রাজনীতিতে আসবার কোনও ইচ্ছে নেই। তাই আমার (পলিটিক্যাল) পার্টির নাম কী হবে তা এখন বলতে পারব না'।

ওয়েব সিরিজ ‘রাজনীতি’তে রাশি বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে দেখা মিলেছে দিতিপ্রিয়ার। কখন,কীভাবে রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়বে রাশি তা নিজেও বুঝে উঠতে পারেনি সে। একটা দুর্ঘটনা বদলে দেবে লোকমান্য সেবক পার্টির নেতা রাশির জীবন। তাঁর সম্পর্ককে শেষ করতে যে নোংরা খেলায় মেতেছিল রাশির বাবা (সিরিজে কৌশিক গঙ্গোপাধ্যায়), সেই খেলার শিকার গোটা পরিবার। কিন্তু গদি দখলের লড়াইয়ে জমি ছাড়েনি অতীত-ভোলা রাশি। সিরিজ মুক্তির পরেও জোরকদমে তার প্রচার সারছেন দিতিপ্রিয়া। কৌশিক গঙ্গোপাধ্যায় ও দিতিপ্রিয়া ছাড়াও এই সিরিজে দেখা মিলেছে কনীনিকা বন্দ্যোপাধ্যায় ও অর্জুন চক্রবর্তীর। 

দিন কয়েক আগেই ‘ডাকঘর’ ওয়েব সিরিজে দেখা গিয়েছে দিতিপ্রিয়াকে। এছাড়াও ‘আয় খুকু আয়’, ‘কলকাতা চলন্তিকা’র মতো ছবিতে কাজ করেছেন দিতিপ্রিয়া। শীঘ্রই এসকে মুভিজের নতুন ছবিতে দেখা যাবে দিতিপ্রিয়াকে, যেখানে শন বন্দ্যোপাধ্যায় ও শ্রাবন্তীর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন অভিনেত্রী। 

 

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

ধনু-মকর-কুম্ভ-মীনের রবিবার কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে রবিবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে রবিবার? জানুন রাশিফল প্রয়াত প্রাক্তন প্রফেসর জিএন সাইবাবা, অভিযোগ ছিল মাওবাদী সংযোগের পকেটে রাখতেন দুই খানকে, সলমন-শাহরুখের ঝগড়া মেটানো বাবা সিদ্দিকিকে গুলি করে খুুন 'আনিসুর নিজেকে সাগ্নিক বলে পরিচয় দেয়', ত্রিধারা-কাণ্ডে দাবি TMC-র! ‘CPIM মানেই…' অনশনকারী এক চিকিৎসক অসুস্থ, পেটে প্রবল যন্ত্রণা, অবস্থার অবনতি, ভর্তি CCU-তে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে ছিটকে দিয়ে সেমির সম্ভাবনা উজ্জ্বল করল দক্ষিণ আফ্রিকা সুদীপার রক্ত মিশিয়ে রঙ হয় দুর্গা প্রতিমায়! দশমীতে সিঁদুরে রাঙা অগ্নিদেব ঘরণী ‘‌আগের থেকে ছেলে অনেকটাই সুস্থ’‌, ছেলে অনিকেতের সঙ্গে দেখা করে জানালেন বাবা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.