পুজো কাটতে না কাটতেই দুঃসংবাদ দিতিপ্রিয়া রায়ের ভক্তদের জন্য। অভিনেত্রী বর্তমানে ব্যস্ত রয়েছেন চিরদিনি তুমি যে আমার ধারাবাহিকে। বুধবার সকালে নিজেই জানালেন তাঁর সঙ্গে হওয়া অস্ত্রোপচারের কথা। তা কী হয়েছে রানী মা-র?
চিরদিনই-র অপু জানালেন, ‘আমার একটি ছোট অস্ত্রোপচার হবে। যদি কেউ যোগাযোগের চেষ্টা করেন, পাবেন না। আমি পরে যোগাযোগ করে নেব।’ হঠাৎ অস্ত্রোপচারের কেন প্রয়োজন পড়ল? খোঁজ নিয়ে জানা গেল যে, নাকের হাড়ে সমস্যা দেখা দিয়েছে অভিনেত্রীর। সেটারই অস্ত্রোপচার হবে। বছর দুই আগে এই অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। নাকের সমস্যা নিয়েই শ্যুটিং চলছিল। মাঝে মাঝে নাক থেকে রক্তও পড়ত।

বহু বছর পর ছোট পর্দায় ফিরেছেন দিতিপ্রিয়া রায়। তাঁর অভিনয়ের হাতেখড়ি হয়েছিল একদম ছোট্ট বয়সে করুণাময়ী রাণী রাসমণী ধারাবাহিকে। এরপর সিনেমা-সিরিজে কাজ করেন মূলত। আপাতত তাঁকে দেখা যাচ্ছে জি বাংলার জনপ্রিয় মেগা চিরদিনই তুমি যে আমারে। যেখানে জিতু কমলের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। আপাতত চিরদিনইতে জিতু আর দিতিপ্রিয়ার রোমান্স আলাদা মাত্রা পেয়েছে।
তবে খুব যে বড় অস্ত্রোপচার তা নয়। দিতিপ্রিয়া এমনিতে ঠিকই আছেন। সামান্য বিশ্রামের পরেই হয়তো তিনি ফিরতে পারবেন চিরদিনই তুমি যে আমারে। তাই নায়িকার বা ধারাবাহিকের দর্শকদের ভয় পাওয়ার দরকার নেই।