রানি রাসমণি ধারাবাহিকের হাত ধরে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে ছিলেন দিতিপ্রিয়া রায়। সে মেগা শেষ হওয়ার পর তাঁকে মূলত সিরিজ এবং সিনেমাতেই দেখা গিয়েছে। এবার তিনি আবারও ছোট পর্দায় কামব্যাক করতে চলেছেন। কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?
কোন ধারাবাহিকে দেখা যাবে দিতিপ্রিয়া রায়কে?
স্টার জলসার অন্যতম পুরোনো এবং হিট ধারাবাহিক হল অনুরাগের ছোঁয়া। আর সেই অনুরাগের ছোঁয়াতেই এবার এন্ট্রি নিতে চলেছেন দিতিপ্রিয়া রায়। তাঁকে দেখা যাবে রূপার চরিত্রে। এই মেগার গল্প অনেকটাই এগিয়ে গিয়েছে। সেখানে সোনা রূপা অর্থাৎ সূর্য দীপার দুই মেয়ে বড় হয়ে গেছে। আর রূপার সেই বড়বেলার চরিত্রে অভিনয় করবেন দিতিপ্রিয়া।
এই বিষয়ে আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, 'এখনও চুক্তি বিষয়ক কিছু কথা বাকি আছে। আমার আগামী ২৮ অগস্ট ফাইনাল পরীক্ষা এমএর। সেটা শেষ হলেই বাকি কথা এগোবে।' প্রসঙ্গত অভিনেত্রী সোশিওলজি নিয়ে মাস্টার্স করছেন।
দিতিপ্রিয়া রায়ের অন্যান্য কাজ
দিতিপ্রিয়া রায় ছোট থেকেই একাধিক সিরিয়াল সিনেমায় শিশু শিল্পী হিসেবে কাজ করেছেন। কিন্তু রানি রাসমণি ধারাবাহিকটি তাঁর কেরিয়ারের টার্নিং পয়েন্ট। তবে সেই মেগা শেষ হওয়ার পর তাঁকে আর ছোট পর্দায় দেখা যায়নি। মাঝে তিনি রাজনীতি, আবার রাজনীতি, ডাকঘর ইত্যাদির মতো সিরিজে বিশেষ ভাবে নজর কেড়েছেন। এবার আবার একটা সাময়িক বিরতি কাটিয়ে অনুরাগে ছোঁয়া ধারাবাহিকের হাত ধরে ছোট পর্দায় ফিরছেন। এছাড়া তাঁর দুটো সিরিজের কথা হয়ে আছে। এমনকি শুভঙ্কর চট্টোপাধ্যায়ের পাটালিগঞ্জের পুতুলখেলা ছবিতেও দেখা মিলবে অভিনেত্রীর।
আরও পড়ুন: 'ভয়টা তো থাকেই...' লেট নাইট শ্যুট শেষ হলে বাড়ি ফিরেও ভয়ে কাঁটা হয়ে থাকেন মনামী! জবাবে কী বললেন সৃজিত?