বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় তারকা দিতিপ্রিয়া রায়। খুব শিগগির ছোটপর্দায় ফিরছেন রানিমা, খবর তেমনই। তার আগেই ভক্তদের বিরাট সারপ্রাইজ দিলেন অভিনেত্রী। ছোটপর্দার এই সফল নায়িকা বেশ কয়েক বছর বড়পর্দায় নিজের ভাগ্য পরীক্ষা করলেও তেমন সাফল্য হাতে আসেনি। তবে এবার একটা বা দুটো নয়, একসঙ্গে তিন-তিনটি ছবি নিয়ে আসছেন অভিনেত্রী।
সোমবার রাতে একযোগে ১৮টি আসন্ন ছবির ঘোষণা সারল কলকাতার জনপ্রিয় প্রযোজনা সংস্থা এসকে মুভিজ। সেই তালিকায় রয়েছে দিতিপ্রিয়ার তিনটি ছবির, যার অন্যতম ‘ডিয়ার ডি’ (Dear D)। মা-মেয়ের সম্পর্কের টানাপোড়েনের গল্প পরিচালক রবিন নম্বিয়ারের এই ছবি। যেখানে মা-মেয়ের চরিত্রে দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও দিতিপ্রিয়া রায়কে।
সেই ছবির মোশন পোস্টারেই বেবি বাম্পে ধরা দিলেন দিতিপ্রিয়া। সবুজ শরীরচাপা ওয়ানপিসে সুস্পষ্ট অভিনেত্রীর স্ফীতোদর, গালে জড়ানো শাল। পিছনে দেখা মিলল শ্রাবন্তীর। ছবির নায়কের অবশ্য দেখা মেলেনি পোস্টারে। এই গল্পে দিতিপ্রিয়ার নায়ক ক্রুশল আহুজা।
বাংলা ও হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ ক্রুশল। এই ছবির সঙ্গেই বড়পর্দায় ডেবিউ করছেন তিনি। মোশন পোস্টারের ব্যাকগ্রাউন্ডে শোনা গেল দোলন-মৈনাকের সুরে সাজানো ছবির গান। যার কথা অনেকখানি স্পষ্ট করে দিল গল্পের প্রেক্ষপট। লগ্নজিতার কণ্ঠে শোনা গেল- ‘করেছি ভুল, তবু করেছো ক্ষমা….’।
২০২২ সালে লন্ডনে শুটিং শেষ হয়েছিল ছবির, তারপর থেকে নানা জটিলতায় আটকে ছিল ছবির মুক্তি। পোস্টার সামনে এলেও কবে এই ছবি মুক্তি পাবে তা স্পষ্ট নয়। ডিয়ার ডি-র পাশাপাশি এসকে মুভিজের ‘অন্নপূর্ণা’ এবং ‘যদি এমন হতো’ ছবিতেও থাকছেন দিতিপ্রিয়া।
যদি এমন হতো ছবিতে ঋষভ বসু ও শন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা মিলবে দিতিপ্রিয়ার। গল্প এগোবে ত্রিকোণ প্রেমকে ঘিরে। বিয়ের পর গল্পের দিতিপ্রিয়ার জীবনে আসবে দ্বিতীয় প্রেম। নায়িকার কথায়, এই ছবিতে একদম অন্যরকম চরিত্রে রয়েছেন তিনি।
ওদিকে অংশুমান প্রত্যুষের পরিচালনায় তৈরি হয়েছে অন্নপূর্ণা। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন অনন্যা চট্টোপাধ্যায়। এক বাঙালি মা-কে নিয়ে অসাধারণ একটা গল্প বুনেছেন পরিচালক। কাজের সূত্রে মেয়ের (দিতিপ্রিয়া) ঠিকানা বদল হয় লন্ডনে। সেখানে মা-কে নিয়ে হাজির সে। কর্মব্যস্ত মেয়ের জীবন, একাকীত্ব গ্রাস করবে অনন্যাকে। সেখানেই সে খুঁজে পাবে এক অসমবয়সী বন্ধু (ঋষভ)। এরপর কোন খাতে বইবে মা-মেয়ের জীবন? সেই নিয়েই এই ছবি।