সম্প্রতি শুটিংয়ের মাঝেই আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন দিতিপ্রিয়া রায়। নাক দিয়ে রক্ত পড়ায় খুব স্বাভাবিকভাবেই সকলে চিন্তিত হয়ে পড়েছিলেন অভিনেত্রীকে নিয়ে। পরে জানা যায়, নাকের হাড়ে সমস্যা থাকায় তড়িঘড়ি অপারেশন করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
গত বুধবার অর্থাৎ ৮ অক্টোবর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে দিতিপ্রিয়া জানিয়েছিলেন, একটি ছোট্ট অস্ত্রোপচার হবেই তাঁর। কেউ যেন তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা না করেন। তিনি নিজেই সকলের সঙ্গে যোগাযোগ করে দেবেন। পর্দার অপুর এই পোস্ট দেখে খুব স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় পড়ে যান ভক্তরা।
আরও পড়ুন: 'খুব শীগ্রই সেটা জানতে পারবে...', রুক্মিণীকে বিয়ে নিয়ে কী বললেন দেব?
আরও পড়ুন: ভেদাভেদ ভুলে জুবিনকে শ্রদ্ধা পাকিস্তানের, গানে গানে স্মরণ সঙ্গীত শিল্পীকে
তবে সেই দুশ্চিন্তা কেটে যায় অভিনেত্রীর পরবর্তী পোস্ট দেখে। গতকাল অর্থাৎ ৯ অক্টোবর দিতিপ্রিয়া হাসপাতালের বেডে শুয়েই একটি পোস্ট করেন সকলের উদ্দেশ্যে। তিনি লেখেন, ‘অপারেশন সাকসেসফুল। তবে এখন কিছুদিন বিশ্রাম নিতে হবে পুরোপুরি সুস্থ হয়ে ওঠার জন্য। প্রত্যেককে ধন্যবাদ এতো ভালোবাসা এবং প্রার্থনা করার জন্য।’
অভিনেত্রী আরও লেখেন, ‘চিরদিনই তুমি যে আমার বেঙ্গল টপার হয়েছে। টিআরপি তালিকায় সবার আপরে উঠে এসেছে নাম। এটা সম্ভব হয়েছে এই ধারাবাহিকের সঙ্গে যুক্ত থাকা প্রত্যেকটি ব্যক্তির জন্য। ধন্যবাদ জানাই জি বাংলা এবং এসভিফকে। তবে যাদের একেবারেই ভোলা যাবে না তাঁরা হলেন আমাদের সবথেকে ভালোবাসার দর্শকরা।’
সবশেষে অভিনেত্রী লেখেন, ‘খুব শীঘ্রই ফিরে আসব। এরপরই মজা করে তিনি লেখেন, পোস্ট করতে এসেছিলাম পোস্ট হয়ে গিয়েছি তাই চলে যাচ্ছি। আবার পরে আসবো, না হলে সবাই বকবে।’
আরও পড়ুন: বাথরুমে ছেলেকে নিয়ে এ কী করলেন সুদীপ! ভিডিয়ো দেখে অবাক নেটপাড়া
আরও পড়ুন: নাগপুরে বন্ধুর হাতে খুন অমিতাভ বচ্চনের সহ অভিনেতা, আটক অভিযুক্ত
প্রসঙ্গত, ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের প্রমো শ্যুট করার জন্য দিতিপ্রিয়া এবং জিতু কমলকে যেতে হয়েছিল কাশ্মীরের বরফ ঢাকা অঞ্চলে। সেই সময়েও একটি সাক্ষাৎকারে জিতু বলেছিলেন, কাশ্মীরে ভীষণ শরীর খারাপ হয়ে গিয়েছিল দিতিপ্রিয়ার। একটা সময় রক্ত বমি পর্যন্ত হয়েছিল। যদিও সেই সময় জিতু দিতিপ্রিয়াকে ভীষণ সাহায্য করেছিলেন বলে জানিয়েছিলেন ‘রাণী মা’।