বাংলা টেলিভিশনের রানিমা তিনি। ছোটপর্দা থেকে আপতত দূরে থাকলেও তাঁর জনপ্রিয়তায় একবিন্দু ভাটা পড়েনি। কথা হচ্ছে দিতিপ্রিয়া রায়ের। মাস খানেক আগেই নিজের প্রেম সম্পর্কে সিলমোহর দিয়েছেন দিতিপ্রিয়া, তবে প্রেমিককে প্রকাশ্যে আনেননি। আরও পড়ুন-চুটিয়ে প্রেম করছেন দিতিপ্রিয়া! HT Bangla-য় প্রথমবার মুখ খুললেন ‘রানি রাসমনি’, মনের মানুষটি কে?
দিতিপ্রিয়া প্রেম কি সায় রয়েছে পরিবারের? এই উত্তরে পড়ে আসছি। কিন্তু পরিবার যদি সম্পর্ক মেনে না নেয়, কী করবেন অভিনেত্রী? আগেভাগেই জানিয়ে ছিলেন তিনি। বাবা-মা' প্রেম নিয়ে গররাজি হলে ব্রেকআপের পথে হাঁটার পক্ষপাতী নন দিতিপ্রিয়া। তাঁর কথায়, ‘তুমি যেটায় হ্যাপি সেটাই করা উচিত। মা-বাবা’কে ছাড়া যায় না, ভালোবাসাকেও ছাড়া যায় না। সবসময় চেষ্টা করতে হবে দুটোকে ব্যালেন্স করে কী করে চলা যায়। সেই চেষ্টাটুকু তোমাকে করতে হবে'।
বাস্তব জীবনে অবশ্য এমন পরিস্থিতির মুখে পড়তে হয়নি দিতিপ্রিয়াকে। কারণ দিতিপ্রিয়ার সঙ্গে তাঁর মিস্ট্রিম্যানের সম্পর্কে পূর্ণ সমর্থন রয়েছে অভিনেত্রীর বাবা-মা'র। হবু জামাইয়ের নাম ফাঁস করেছিলেন দিতিপ্রিয়ার মা। আদর করে তাঁকে রিভুবাবু বলে ডাকেন তিনি। কিছুদিন আগে দিতিপ্রিয়ার প্রেমিকের সঙ্গে হোলি উদযাপনের ছবি দিয়ে দিতিপ্রিয়ার মা সুদীপ্তা রায় লিখেছিলেন, ‘আমার আদরের রিভুবাবু’। ছবিতে দেখা গিয়েছে মাতৃস্নেহে মেয়ের প্রেমিককে আগলে রয়েছেন তিনি। এই ছবি স্পষ্ট বলে দিচ্ছে হবু জামাই-শাশুড়ির সমীকরণ।
তাঁর জীবনের মিস্ট্রিম্যান শোবিজ দুনিয়ার অংশ নয়, জানিয়েছেন দিতিপ্রিয়া। ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা হোক সেটা চান না অভিনেত্রী। প্রেমে সিলমোহর দিয়ে হিন্দুস্তান টাইমস বাংলাকে দিতিপ্রিয়া বলেছিলেন, ‘এর আগে আমার সঙ্গে অনেকের নাম জড়িয়ে ভুলভাল খবর হয়েছে। যার মধ্যে একবিন্দু সত্যতা নেই। সুহত্র থেকে শুরু করে আরও অনেক সহ-অভিনেতাকে নিয়ে মিথ্যা রটনা লেখা হয়েছে। এইবার তেমন কিছু ঘটুক আমি চাই না।’
জানা যায়, রিভুবাবুর বয়স ২৩, দিতিপ্রিয়ার সবে ২১! তাই বিয়ের নিয়ে এখন কোনও মাথাব্যাথা নেই দুজনের। কেরিয়ারই তাঁর একমাত্র ফোকাস। তবে বিয়ে নামক সামাজিক প্রতিষ্ঠানে বিশ্বাস আর আস্থা দুটোই রয়েছে তাঁর। অভিনেত্রী জানিয়েছেন, 'বিয়ে নামক এই ইনস্টিটিউশনটায় বিশ্বাস করে না। তবে হ্যাঁ, আমি বিয়েতে ভীষণভাবে বিশ্বাসী। এখনও অনেক দেরি আছে বিয়ে করতে। এই মুহূর্তে আমরা দুজনেই নিজেদের কেরিয়ারে ফোকাস করছি'।
দিতিপ্রিয়াকে শেষ দেখা গিয়েছে হইচই-এর ওয়েব সিরিজ ‘রাজনীতি’তে। অনির্বাণ-সোহিনীর আসন্ন ছবি অথৈ-তে বিশেষ ভূমিকায় থাকছেন অভিনেত্রী। অর্ণব অর্থাৎ ডোডোদার প্রেমিকার ভূমিকায় দেখা মিলবে দিতিপ্রিয়ার।