জন্মদিনের একগুচ্ছ ছবি শেয়ার করলে টলিউডের রানীমা। নিশ্চয়ই বুঝতে পেরেছেন কার কথা হচ্ছে! দেখতে দেখতে ২২ বছরে পা রাখলেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। আর জন্মদিনের একাধিক সুন্দর মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন তিনি।
ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে জানলার উপরে টাঙানো হ্যাপি বার্থ ডে প্ল্যাকার্ড। গালে হাত দিয়ে বসে কেকে সামনে পোজ দিয়েছেন দিতিপ্রিয়া। সামনে টেবিলে রাখা তিনটি কেক। একটি ছবিতে জন্মদিনের খাবারও দেখা গেল। মাটির থালায় কলাপাতর উপরে সাজানো রয়েছে নান পদ। পাঁচ রকম ভাজা, মাছ-মাংস, ডাল, স্যালাড, মিষ্টি, পান। অভিনেত্রীর মা খুব যত্ন করে তা খাওয়ালেন মেয়েকে।
আরও পড়ুন: দেব-জিতের ধামাকা! খবর দুই সুপারস্টার একসঙ্গে এক ছবিতে, নেপথ্যে কোন পরিচালক
একটি ছবিতে দেখা গেল একগুচ্ছ গোলাপের বোকে নিয়ে পোজ দিয়েছেন। চোখেমুখে স্নিগ্ধতা। লাল টপ আর হলুদ স্কার্ট গায়ে। একটি ভিডিয়োতে দেখা গেল বন্ধুরা মিলে কেকের উপর ঠেসে ধরছে দিতিপ্রিয়ার মুখ। তারপর আবার কী, বন্ধুরা মিলে খুব কেক মাখামাখি হয়। এরপর সকলে মিলে একটা গ্রুপ ছবিও তোলেন। এরপর জন্মদিনে পাওয়া সকল উপহারের কোলাজ বানিয়েও শেয়ার করে নিয়েছেন তিনি।
দেখুন দিতিপ্রিয়ার বার্থ ডে স্পেশাল পোস্ট-
তবে জন্মদিনে চর্চিত প্রেমিক রিভুর থেকে দূরেই থাকতে হল দিতিপ্রিয়াকে। গোলাপ ফুলের বুকেটাও এসেছিল ভালোবাসার মানুষের থেকেই। আর সেই বিশেষ মানুষটার জন্য ইনস্টাগ্রাম স্টোরিতে দিয়েছেন বিশেষ বার্তা। দিতিপ্রিয়া লিখেছেন, ‘অনেক ধন্যবাদ সোনা। আমার বিশেষ দিনটা আরও বিশেষ করে তোলার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি এখনও ওই গন্ধটা (তুমি জানো আমি কীসের কথা বলছি) মিস করছি। ইসসস তুমি যদি থাকতে আমার সঙ্গে এই বিশেষ মুহূর্তটায়। অনেক ভালোবাসি তোমায়।’
আরও পড়ুন: প্রয়াত কোক স্টুডিয়ো-খ্যাত পাকিস্তানি গায়িকা হানিয়া আসলাম, শোকপ্রকাশ নেটিজেনদের
দেখুন দিতিপ্রিয়ার ইনস্টাগ্রাম স্টোরি-
দিতিপ্রিয়ার বয়ফ্রেন্ড ইন্ডাস্ট্রির মানুষ নন, এবং কলকাতায় থাকেন না। কাজের সূত্রে তিনি চেন্নাইয়ের বাসিন্দা। যদিও কী কাজ করেন তাঁর ভালোবাসার মানুষ, তা ফাঁস করতে এখনই রাজি নন তিনি।
আরও পড়ুন: মুসলিম বরকে ডিভোর্স, রাতুলের সঙ্গে গাঁটছড়া! বিয়ের ৪ মাস পর সঙ্গীহারা রূপাঞ্জনা
এর আগে সাংবাদিক নিবেদিতাকে এক সাক্ষাৎকারে দিতিপ্রিয়া জানিয়েছিলেন, ‘আমাকে যদি বিয়ে করতে হয় কোনওদিন, একেই (রিভু) করব, নাহলে করব না। আশাকরি, আমরা দুজনেই এই বিষয়ে দৃঢ় থাকতে পারব।’