বাংলা নিউজ > বায়োস্কোপ > Divya Khosla Kumar: বাম দিকের গালে লাল দগদগে ক্ষত, অ্যাকশন দৃশ্যের শ্যুটিংয়ে এ কী হাল হল দিব্যার!

Divya Khosla Kumar: বাম দিকের গালে লাল দগদগে ক্ষত, অ্যাকশন দৃশ্যের শ্যুটিংয়ে এ কী হাল হল দিব্যার!

দিব্যা খোসলা কুমার, অভিনেত্রী

দিব্যা খোসলা কুমার জানিয়েছেন শ্য়ুটিংয়ের অ্যাকশন দৃশ্যের শ্যুট করতে গিয়ে অভিনেত্রী লিখেছেন, ‘খুবই খারাপভাবে আহত অ্যাকশন দৃশ্যের শ্যুট করতে গিয়ে। তবে অবশ্যই কাজ চালিয়ে যাব। সুস্থ হয়ে ওঠার জন্য আপনাদের সকলের আশীর্বাদ প্রয়োজন।’

বাম দিকের গালটা প্রায় পুরোটাই লাল। দগদগে ক্ষত। সোশ্যাল মিডিয়ায় এমনই ছবি পোস্ট করেছেন দিব্যা খোসলা কুমার। যা দেখে হয়ত অনেকেই আচমকা চমকে গিয়েছেন। কিন্তু হয়েছে দিব্যার? খোলসা করেছেন দিব্যা খোসলা কুমার নিজেই। জানিয়েছেন, শ্যুটিং করতে গিয়ে চোট পেয়েছেন অভিনেত্রী। ঠিক কী ঘটেছে?

দিব্যা খোসলা কুমার জানিয়েছেন শ্য়ুটিংয়ের অ্যাকশন দৃশ্যের শ্যুট করতে গিয়ে অভিনেত্রী লিখেছেন, ‘খুবই খারাপভাবে আহত অ্যাকশন দৃশ্যের শ্যুট করতে গিয়ে। তবে অবশ্যই কাজ চালিয়ে যাব। সুস্থ হয়ে ওঠার জন্য আপনাদের সকলের আশীর্বাদ প্রয়োজন।’

দিব্যার এই পোস্টের নিচে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। অনেকেই অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন। এক নেটনাগরিক লিখেছেন, ‘খুবই খারাপ খবর, নিজের যত্ন নিন, নিশ্চয় সুস্থ হয়ে উঠবেন। আমরা তো শুধু প্রার্থনা করতে পারি।’ কেউ লিখেছেন, ‘মন খারাপ করবেন না, সব ঠিক হয়ে যাবে। ঈশ্বর আপনার সঙ্গে রয়েছেন।’ কারোর কথায়, ‘নিজের যত্ন নিন, আবারও আপনাকে আগের মতো দেখতে চাই।’ কারোর কথায়, ‘চাঁদের গায়েও দাগ রয়েছে।’ কারোর কটাক্ষ, ‘এমন কিছু হয়নি, এটা নিয়ে এত বাড়াবাড়ির কী আছে!’ কেউ মজা করে বলেছেন, ‘আপনি লিখেছেন খুব খারাপভাবে আহত হয়েছে, প্রার্থনা করি, ঈশ্বর আপনার বাড়ির লোকজনকে পরিস্থিতি মোকাবিলার ক্ষমতা দিক। ’ কেউ লিখেছেন, ‘ইস সুন্দর মুখটা নষ্ট হয়ে গেল…’

দিব্যা খোসলা কুমার অবশ্য কোন ছবি শ্যুটিংয়ে গিয়ে আহত হয়েছেন সেকথা উল্লেখ করেননি। তবে জানা যাচ্ছে 'ইয়ারিয়াঁ

-২' ছবির শ্যুটিংয়ে গিয়ে এই ঘটনা ঘটেছে। এই ছবিতে দিব্যার সঙ্গে রয়েছেন যশ দাশগুপ্তও, রয়েছেন হিমাংশু কোহলি, রকুলপ্রীত সিং, মিজার জাফরি। দিব্যার বিপরীতে নায়ক হিসাবে দেখা যাবে মিজান ও যশকে। ছবিটির পরিচালন করছে রাধিকা রাও। যিনি কিনা এর আগে রাধিকার পরিচালনায় তৈরি হয়েছিল 'লাকি: নো টাইম ফর লভ', ‘সনম তেরি কসম’-এর মতো ছবি। প্রসঙ্গত 'ইয়ারিয়া-২' মুক্তি পাবে আগামী ২০ অক্টোবর।

বন্ধ করুন