চলতি মাস থেকে ১৮ বছরের উর্দ্ধে সকলের করোনা টিকা নেওয়ার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। এরপরেই বলিউড তারকাদের দেখা যাচ্ছে টিকা নিতে। সাধারণ মানুষের মধ্যে সচেতনাতা বাড়াতে ও টিকার প্রচার করতে ভ্যাকসিন নেওয়ার ছবি বা ভিডিয়ো তাঁরা শেয়ারও করছেন সোশ্যাল মিডিয়ায়।
রবিবার ভ্যাকসিন নিলেন ভূষণ কুমারের স্ত্রী ও অভিনেত্রী দিব্যা খোসলা কুমার। নিজেই সে ভিডিয়ো শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। দিব্যা লিখেছেন, ‘Vaccination done ✅। আমি আমার করোনা টিকার প্রথমটি আজ নিয়ে নিলাম। আপনাদেরও নাম নথিভুক্ত করে টিকা নেওয়ার অনুরোধ জানাচ্ছি। করোনার বিরুদ্ধে এই লড়াইয়ে আমাদের একত্রিত হয়ে সামিল হতে হবে। তাই টিকা নিন ও নিয়ম মেনে চলুন।’
দিব্যার শেয়ার করা ভিডিয়োতে দেখা যাচ্ছে সাদা চুড়িদার পরে ভ্যাকসিন নিতে গিয়েছেন তিনি। মুখে সার্জিক্যাল মাস্ক থাকলেও, তা কানের একপাশ থেকে ঝুলছে। ওইভাবে যিনি টিকা দিচ্ছেন, তাঁর সঙ্গে কথাও বলছেন অভিনেত্রী।
নিজে নিয়ম মানার কথা বলছেন, আর মাস্ক পরেননি, চটে লাল নেটনাগরিকরা! একহাত নিয়েছেন দিব্যাকে। এক ইনস্টা ব্যবহারকারী লিখেছেন, ‘আর এতসব জেনেও আপনি ভ্যাকসিনেশন সেন্টারের মধ্যে মাস্ক খুলে ফেললেন। জানেন না এই দ্বিতীয় ঢেউ কতটা ভয়াবহ!’
আরেক নেটিজেনের মন্তব্য, ‘এটা খুব ভালো যে আপনি টিকা নেওয়ার জন্য সবাইকে উৎসাহিত করছেন। কিন্তু, এভাবে মাস্ক খুলে ছবি তুললে লোকের কাছে ভুল বার্তা পৌঁছবে। আশা করি এরকম ভুল আপনি আর করবেন না!’